৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


সোনারগাঁও হাসপাতালে টিকা নিতে উপচে পড়া ভিড়

সোনারগাঁও হাসপাতালে টিকা নিতে উপচে পড়া ভিড় - ছবি- নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনার প্রকোপ বাড়ছেই। একইসাথে বাড়ছে করোনার টিকার প্রতি মানুষের আগ্রহ। বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, করোনা টিকা নেয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মানুষ ভিড় করছে। গাদাগাদি করে দাঁড়িয়ে আছে মানুষ। এতে উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

অন্য দিকে টিকা প্রত্যাশীদের চাপে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এমন ভিড় উপজেলা হাসপাতলটিতে প্রতিদিনই লেগে থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের বক্তব্য হচ্ছে, সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার। কিন্তু মানুষের এত চাপ যে তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁওয়ের হাসপাতালে সপরিবারে টিকা নিতে আসা ভবনাথপুর এলাকা আফজাল হোসেনের সাথে কথা হয়। তিনি নয়া দিগন্তকে বলেন, সকাল ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। দুপুর ১২টায়ও সিরিয়াল পাইনি। তিনটি বুথের মাধ্যমে টিকা দেয়া হচ্ছে। কিন্তু মানুষ অনেক। ফলে এত ভিড় আর ভোগান্তি হচ্ছে। এখানে বুথের সংখ্যা বাড়ালে ভিড় কমে যেত। ভোগান্তিও হতো না মানুষের।

টিকা নিতে আসা সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে বা ভিড় এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করেছে- জানতে চাইলে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা বলেন, স্বাস্থ্যবিধি মানাতে আনসার-ভিডিপি সদস্যরা আগে কাজ করেছে। বর্তমানে তারা নেই। এখন প্রতিদিন গড়ে ৮০০-৯০০ লোক টিকা নিচ্ছেন। এই মুহূর্তে টিকার বুথ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তবে ৮ থেকে ১২ আগস্ট উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে। তখন হাসপাতালে ভিড় কমে যাবে বলে তিনি ধারণা করছেন।


আরো সংবাদ



premium cement