২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


নারায়ণগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুফতি আলাউদ্দিন জিহাদী গ্রেফতার

নারায়ণগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুফতি আলাউদ্দিন জিহাদী গ্রেফতার - ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের আমীর মরহুম আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটুক্তির অভিযোগে মুফতি আলাউদ্দিন জিহাদী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুরর শিদের করা মামলায় তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ।

রোববার সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুফতি আলাউদ্দিন জিহাদী আহলে সুন্নত ওয়ালজামাতের শীর্ষ নেতা বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আল্লামা শফীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অপরাধে আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে মাহমুদপুরের তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে মুফতি আলাউদ্দিন জিহাদীর গ্রেফতারের খবরে তার ভক্তবৃন্দরা নারায়ণগঞ্জ আদালতের সামনে বিক্ষোভ মিছিল করে এবং তার মুক্তি দাবী করেন। একই ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এবং দেশের বিভিন্ন স্থানে আহলে সুন্নত ওয়ালজামাত এবং তাদের ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামীছাত্র সেনারপক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশকরাহয়।


আরো সংবাদ



premium cement