২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সোনারগাঁওয়ে আরো ৮ জনের করোনা শনাক্ত

সোনারগাঁওয়ে আরো ৮ জনের করোনা শনাক্ত -

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৬৬ শতাংশ। এ নিয়ে সোনারগাঁয়ে ৪২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯৬ জন, মৃত্যুবরণ করেছেন ১৬ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১১৫ জন।

বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ১২ জনের নমুনার রির্পোট পেয়েছি তার মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন মহিলার দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মোগরাপাড়ার দমদমায় ২ জন পুরুষ ২ জন মহিলা, বাড়ি মজলিশে ১ পুরুষ, পিরোজপুরের ভবনাথপুর এলাকায় ১ জন পুরুষ, ও সোনারগাঁও পৌরসভার জয়রামপুরে ২ জন পুরুষ।

তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁও থেকে ১৯২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ৪২৭ জনের করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ১৬ জন করোনায় মারা গেছেন। সুস্থ হয়েছেন ২৯৬ জন।


আরো সংবাদ



premium cement