০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


কোটালীপাড়ায় পুলিশের পিটুনিতে নিহতের ঘটনায় ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

কোটালীপাড়ায় পুলিশের পিটুনিতে নিহতের ঘটনায় ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশের পিটুনিতে নিখিল তালুকদার নিহতের ঘটনায় জরুরি বৈঠকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজি মো: কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, যুগ্ন সাধারণ সম্পাদক হিরন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ লুৎফর রহমান, ওসি তদন্ত মো: জাকারিয়া, রামশীল ইউপি চেয়ারম্যন খোকন চন্দ্র বালা, অধ্যক্ষ জয়দেব বালা, কমল তালুকদার ও নিহতের পরিবারের সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্হিত ছিলেন।

সভা শেষে রামশীল ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র বালা জানান, নিহতের পরিবারকে নগদ ৫ লাখ টাকা এবং তার ছোট ভাইকে চাকরির ব্যবস্হাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, পুলিশের পক্ষ থেকে দোষী ওই পুলিশের এ এস আই সামিম উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং আমরা নিহতের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে গত মঙ্গলবার উপজেলার রামশীল গ্রামের নিলকান্ত তালুকদারের ছেলে নিখিল তালুকদারকে কোটালীপাড়া থানার এ এস আই সামিম উদ্দিনের পিটুনিতে কোমরের হাড় ভেঙে নিহত হওয়ার অভিযোগ করা হয় তার পরিবারের পক্ষ থেকে।


আরো সংবাদ



premium cement

সকল