২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

যমুনার ভাঙনের কবলে স্কুল মসজিদ গ্রাম

যমুনার ভাঙনের কবলে স্কুল মসজিদ গ্রাম - নয়া দিগন্ত

যমুনায় দ্রুত পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের সানবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও গ্রাম এলাকায় ভাঙনের কবলে পড়ছে। গত দুই দিনে কাজিপুর পয়েন্টে যমুনার পানি বাড়ার সঙ্গে এলাকায় ভাঙনের মাত্রা বেড়েছে।

রোববার সানবান্ধা গ্রাম ঘুরে দেখা যায়, সেখানকার নদী তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষ অন্যত্র চলে যাচ্ছে। সানবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ যেকোনো সময় যমুনার পেটে যাওয়ার আশস্কা করছে এলাকাবাসী। কাজিপুরের ভাঙনকবলিত এলাকার লোকরদর সাথে আলাপকালে তারা বলেন, এখনই নদীতে বিলীন হচ্ছে সামনে বর্ষা মওসুমে কী হবে আল্লাহই ভালো জানেন।

স্থানীয় শাহ আলম সরকার নামে একজন জানান, শতাধিক পরিবারের ৪শ’ সদস্য নিয়ে নদী ভাঙন আতঙ্কে রাত-দিন অতিবাহিত করছেন। প্রতিদিনই যমুনা ভেঙে পড়ছে। সানবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদটি যেকোনো সময় রাক্ষুসে যমুনার করাল গ্রাসে পড়ে অতল গভীরে চলে যেতে পারে।

একই গ্রামের বেলাল হোসেন জানান, দশ বছরের ব্যবধানে তাদের পাঁচটি বাড়ি যমুনায় বিলীন হয়ে গেছে। চলতি মওসুমে আবার ভাঙন শুরু হয়েছে। দুর্গম চরাঞ্চলের ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামেও ভাঙনের কবলে পড়ছে। সাথে আবাদি জমি ও ফসল নদী গর্ভে বিলীন হচ্ছে।

কাজিপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, বর্ষা মওসুমের পানি বৃদ্ধির সাথে সাথে নদীর তীরবর্তী গ্রামগুলোতে প্রতি বছরই কিছুটা ভাঙন দেখা দেয়। তবে এবার ভাঙনে ক্ষতিগ্রস্তদের তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তারপরও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিষয়টি খোঁজখবর নিয়ে জানাতে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement