০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


আইসোলেশনে মারা যাওয়া যুবকের শরীরে করোনা মেলেনি

আইসোলেশনে মারা যাওয়া যুবকের শরীরে করোনা মেলেনি - ছবি : সংগৃহীত

জ্বর, শ্বাসকষ্ট, হাঁচি ও কাশি নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে ৮ এপ্রিল মারা গেছেন। তবে মারা যাওয়া ওই যুবকের শরীরে করোনাভাইরাস ছিল না বলে জানিয়েছেন শরীয়তপুর সদর হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডা: মুনির আহমেদ খান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, ওই যুবক ৭ এপ্রিল মঙ্গলবার শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। গতকাল বুধবার বিকেল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইসিডিডিআরবিতে পাঠানো হয়।

বৃহস্পতিবার বিকাল ৫টায় আমরা তার পরীক্ষার ফলাফল হাতে পাই। ফলাফল নেগেটিভ এসেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

এদিকে শরীয়তপুর সদর উপজেলার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে আইসোলেশনে রেখে চিকিৎসা হেয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, শরীয়তপুর থেকে ৮ এপ্রিল পর্যন্ত সর্বমোট সন্দেহভাজন ৩০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। তার মধ্যে ৮ এপ্রিল ১৭ জনের ফলাফল ও ৯ এপ্রিল ১৩ জনের ফলাফলই নেগেটিভ এসেছে।


আরো সংবাদ



premium cement