২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

করোনাভেইরাস: ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আইনজীবী গ্রেফতার

- নয়া দিগন্ত

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে শনিবার রাতে রাজধানীর উত্তর বাড্ডা থেকে এক আইনজীবীকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার পুলিশ। আটককৃত আবু বকর ব্রাহ্মণবাড়িয়ার ভাদুগোরের বাসিন্দা।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা  জানান, ফেসবুক প্রোফাইল থেকে গুজব ছড়িয়ে দেয়ার অভিযোগে পুলিশ সিদ্দিককে আটক করে।

সিদ্দিক তার ফেসবুক পোস্টে শেয়ার দেন, ব্যাংক এবং এনজিওগুলো ছয় মাসের জন্য কিস্তি সংগ্রহ স্থগিত করেছে এবং করোনভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষ আত্মহত্যা করছে। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর কাউকে গুজব ছড়াতে দেখলে প্রত্যেককে (www.facebook.com/cpccidbdpoice) এই আইডিতে অবহিত করার আহ্বান জানিয়েছে। তারা এই বিষয়ে যে কোনো তথ্যের জন্য পুলিশকে অবহিত করতে একটি যোগাযোগ নম্বর এবং ইমেল ঠিকানাও দিয়েছেন- ০১৭৩০৩৩৬৪৩১, ইমেল: cyber@police.gov.bd

এর আগে ৩০ মার্চ পুলিশ সদর দপ্তর গুজব ছড়ানো এবং বিভ্রান্তিমূলক তথ্য না দিয়ে মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছিল। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement