২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সিংড়ায় জীবাণুনাশক দিয়ে হাত-পা ধুয়ে মসজিদে প্রবেশ

সিংড়ায় জীবাণুনাশক দিয়ে হাত-পা ধুয়ে মসজিদে প্রবেশ - নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় মুসল্লিরা সাবান দিয়ে হাত ও জীবাণুনাশক পানিতে পা ধুয়ে (চুবিয়ে) মসজিদে প্রবেশ করেন। শুক্রবার পবিত্র জুম্মা নামাজ আদায়কারী মুসল্লিরা অজুর পূর্বে ভাল করে হাত ধুয়ে অজু করেন। অজু শেষে মসজিদে ঢোকার আগে দরজার সামনে রাখা জীবাণুনাশক পানিতে পা চুবিয়ে মসজিদে প্রবেশ করতে হয়।

করোনাভাইরাস থেকে সকলকে মুক্ত রাখতে স্থানীয় সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় এ ব্যবস্থা করেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস বলেন, মসজিদসমুহে মুসল্লিদের নিরাপদ রাখার উদ্দেশে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষ থেকে এই ব্যবস্থা রাখা হয়। শুক্রবার সিংড়া পৌর এলাকার ৭০টি মসজিদে এই ব্যবস্থা রাখা হয়।


আরো সংবাদ



premium cement