২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ফরিদপুরে শহীদ দিবসে জামায়াতের আলোচনা সভা

ফরিদপুরে শহীদ দিবসে জামায়াতের আলোচনা সভা - নয়া দিগন্ত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে শহরের জামায়াত কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।

ফরিদপুর পৌরসভা জামায়াতের আমীর এসএম আবুল বাশারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা শাখার সেক্রেটারী ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা শাখার সাংগাঠনিক সেক্রেটারী আবু হারিস মোল্যা, সদর উপজেলা শাখার আমীর মুহাম্মাদ জসীমউদ্দীন, ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি হাফিজুর রহমান, সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক বেলাল হোসেন, মুন্সী গোলাম রসুল প্রমুখ।

দলের পৌরসভা শাখার প্রচার সম্পাদক ইব্রাহিম মুন্তাজির তাকিমের সঞ্চালনায় সভায় বক্তারা ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার তাগিদ দিয়ে বলেন, রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাসকেও একপাক্ষিকভাবে উপস্থাপন করা হচ্ছে। দলীয় সংকীর্ণতার মাধ্যমে দেশের মানুষকে দ্বিধাবিভক্ত করে রাখার হীন রাজনীতি আরো জেঁকে বসেছে। ভাষা আন্দোলনে জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের ভূমিকার তথ্য ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

পরে ভাষা শহীদসহ সকল শহীদদের রুহের মাগহফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।


আরো সংবাদ



premium cement