২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ফতুল্লায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫০টি ঘর

-

ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ৫০টি ঘর। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার রাত ৮টার দিকে পশ্চিম মাসদাইর বাড়ৈভোগ এলাকায় ফারিয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টিনের তৈরি ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পরপরই আগুন নেভানোর কাজে স্থানীয় লোকজনের সঙ্গে ফারিয়া গার্মেন্টসের ফায়ার সার্ভিস কর্মীরা যোগ দিলে প্রথমে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।

পরে হাজীগঞ্জ ও মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া ঘরের মধ্যে প্রায় ৩০টি ঘরের মালিক মজিবুর রহমান, ছয়টি ঘরের মালিক সামসুদ্দিন। সব মিলিয়ে ৫০টি ঘর পুড়ে গেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত লিটন জানায়, প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে প্রায় অর্ধকোটি টাকা। প্রত্যেকের ঘরেই নগদ টাকা, মূল্যবান ফার্নিচার ছিল। এসব ঘরে বসবাসকারী বেশির ভাগই গার্মেন্টস কর্মী।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক আব্দুলাহ আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ঘটনার পর পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।


আরো সংবাদ



premium cement
বগুড়ায় জব মেলায় চাকরি পেলেন বেকার প্রকৌশলীরা গণতন্ত্রকে ধ্বংস করার নীলনকশা থামছে না : রিজভী তাজউদ্দীন মেডিক্যাল দুদকের অভিযান : নানা অনিয়ম-দুর্নীতির তথ্য মিলেছে পূর্ব কালুরঘাটে বেইলিব্রিজে টেম্পু চাপায় কলেজশিক্ষার্থী নিহত কুবি শিক্ষকদের ওপর হামলায় নেতৃত্ব দেয়া ছাত্রলীগের ৮ নেতাকর্মী শনাক্ত দিনাজপুরে পরাজিত প্রার্থীর সমর্থক-পুলিশ সংঘর্ষ, গুলিতে নিহত ১ ভারতে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা তীব্র গরমে কাঁঠালিয়ায় এক শিক্ষার্থী অসুস্থ উল্লাপাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর পদ্মায় ডুবে তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

সকল