০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


নেতাকর্মীদের সাথে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু - নয়া দিগন্ত

নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় নেতাকর্মীরা সড়কের দুপাশে দাড়িয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তারকে ফুল দিয়ে বরণ করেন।

নব-নির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, খেলায় যেমন হার-জিত থাকে তেমনি নির্বাচনে জয় পরাজয় রয়েছে। আমি দল থেকে মনোনয়ন চেয়েছিলাম দল মনোনয়ন দেয়নি। আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছি। আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে ভালবাসার জবাব দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, এ নির্বাচনে ভোটারদের জয় হয়েছে। জয় হয়েছে জনগণের। আমাকে নির্বাচিত করেছেন এখন আমার প্রতি আপনাদের প্রত্যাশাও অনেক বেড়ে গেছে। কাজেই নির্বাচন শেষ হয়েছে আপনাদের এখন অধিকতর ধৈর্যশীল হতে হবে। প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ. রহমান এমপি নবাবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করতে যে পরিকল্পনা হাতে নিয়েছেন তা বাস্তবায়ন করতে অনেক উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অসিম সরকার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য দেওয়ান আওয়াদ হোসেন, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ পলাশ চৌধুরী, চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাসেত প্রামানিক, আগলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ খান, সাধারণ সম্পাদক আক্তার চৌধুরী, জয়কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুকুমার হালদার, কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীর সাহা, প্রবীণ রাজনীতিবিদ আবুল কালাম আজাদ দারু, চুড়াইন ইউপি চেয়ারম্যান আব্দুল জালিল, বাহ্রা ইউপি চেয়ারম্যান ডাঃ সাফিল উদ্দিন প্রমূখ।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল