২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


বালিয়াকান্দির ১টি কেন্দ্রে ১ জন মাত্র ভোটার অনুপস্থিত!

-

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১০ রাজবাড়ী-২ আসনের একটি কেন্দ্রে একজন মাত্র ভোটার অনুপস্থিত থাকার তথ্য পাওয়া গেছে।

সহকারী রিটাইনিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা ঘোষণাকৃত ফলাফলশিট সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া দাখিল মাদরাসা কেন্দ্রে মোট ভোটার ২০৮৬ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ২০৮৫ জন ভোটার। নৌকা ১৫৩৫, ধানের শীষ ১৯৪, হাতপাখা ১৫, ছড়ি ১০ ও লাঙ্গল প্রতীক ১৪ ভোট পায়। বাতিল হয় ৩১৭ ভোট। এ কেন্দ্রে ৯৯.৯৫% ভোট দেয়া হয়েছে।

নবাবপুর ইউনিয়নের বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩০১৬ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ২৯২৬ জন। নৌকা ২৭৫০, ধানের শীষ ২৯, হাতপাখা ১০৯, ছড়ি ২ ও লাঙ্গল প্রতীকে পড়েছে ৪ ভোট। বাতিল হয় ৩২টি ভোট। এ কেন্দ্রে ৯৭.০২% ভোট কাস্ট হয়েছে।

নবাবপুর ইউনিয়নের বড়হিজলী দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ৩৩১৪ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৩২১৪ জন। নৌকা ৩১৬৪, ধানের শীষ ২৮, হাতপাখা ৩, ছড়ি ৩ ও লাঙ্গলের প্রার্থী ৭ ভোট পান। বাতিল হয় ৯ ভোট। এ কেন্দ্রে ৯৬.৯৮% ভোট কাস্ট হয়েছে।

বালিয়াকান্দি ইউনিয়নের চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩১৮৮ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৩০৬০ জন। সব ক’টি ভোটই নৌকা প্রতীকে পড়েছে। ধানের শীষ, হাতপাখা, ছড়ি ও লাঙ্গল কোনো ভোট পায়নি। বাতিলও নেই। এ কেন্দ্রে ৯৫.৯৮% ভোটার ভোট দিয়েছেন।

এ উপজেলাতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম নৌকা মার্কায় ১ লাখ ৩৩ হাজার ৫১২ ভোট, ঐক্যফ্রন্ট মনোনীত মুক্তিযোদ্ধা মো: নাসিরুল হক সাবু ধানের শীষ মার্কায় ৩ হাজার ৫৪৭ ভোট, জাতীয় পার্টির এবিএম নুরুল ইসলাম লাঙ্গল মার্কায় ৫৮১ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো: নাজমুল হাসান ছড়ি মার্কায় ৩৭০ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুর মহম্মদ ভূঁইয়া পাখা মার্কায় ৮৫৮ ভোট পান। অবৈধ ভোট (বাতিল) ১ হাজার ৪৪ ভোট।

বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের ৬১টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৪৬ ভোট। এদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৫২৩ ও মহিলা ৭৮ হাজার ২২৩ ভোট।


আরো সংবাদ



premium cement
রাজশাহীর তাপমাত্রা ৪২ ডিগ্রি, হিটস্ট্রোকে যুবকের মৃত্যু বরিশালে যাত্রীবেশে উঠে চালকের গলায় ছুরি, প্রতারক দম্পতি গ্রেফতার রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে আরো ২ শিশুর মৃত্যু ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে বাংলাদেশের হার এনজিওর টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত ভিজিএফবঞ্চিতদের মানববন্ধনে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, আটক ২ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে : আর্টিকেল নাইনটিন ও টিআইবি পিনাকীসহ দু'জনের বিরুদ্ধে চার্জশিট, একজনকে অব্যাহতির সুপারিশ সিরাজদিখানে প্রচণ্ড গরমে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী অসুস্থ মানিকগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে গুলিবর্ষণ বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন পাচ্ছেন ৫ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান

সকল