০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


মানিকগঞ্জ-১ আসনে জমে উঠেছে দু’ভাইয়ের লড়াই

নাইমুর রহমান দুর্জয় ও এসএ জিন্নাহ কবীর - নয়া দিগন্ত

জমে উঠেছে মানিকগঞ্জ-১ আসনে আপন মামাতো-ফুপাতো ভাইয়ের নির্বাচনী লড়াই। জেলার শিবালয়, ঘিওর আর দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবীর আর নৌকার মাঝি তার আপন মামাতো ভাই বর্তমান এমপি নাঈমুর রহমান দুর্জয়। মূলত প্রতীক পাওয়ার পর থেকেই এ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই।

নির্বাচনের আর বাকি মাত্র দুই সপ্তাহ। তাই ভোটের মাঠ এখন সরগরম। প্রধান দুইদলের প্রার্থী একে অপরের মামাতো- ফুপাতো ভাই, এ কারণে ভোটাররাও দু’ভাইয়ের ভোটের মাঠের লড়াই উপভোগ করছেন। সব মহলেই এখন সরব আলোচনা, কে হাসবে বিজয়ের হাসি?

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ৫জন প্রার্থী রয়েছেন। বর্তমান সংসদ সদস্য এএম নাইমুর রহমান দুর্জয় মহাজোট (নৌকা), এসএ জিন্নাহ কবীর জাতীয় ঐক্যফ্রন্ট (ধানের শীষ), এবিএম আনোয়ারুল হক স্বতন্ত্র (সিংহ), মোঃ খোরশেদ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা) ও মোঃ ফারুখ হোসেন আসাদ মুসলীম লীগ (হারিকেন)।

আওয়ামী লীগের পক্ষে দলটির নেতাকর্মীরা প্রচারে নেমেছেন। দেশে চলমান উন্নয়নের ধারা অব্যহত রখতে আবারও নৌকাকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ঘিওর বণিক সমিতির সভাপতি হামিদুর রহমান আলাই বলেন, মনোনয়ন নিয়ে আমাদের মধ্য দ্বন্দ্ব ছিল। অস্বীকার করার উপায় নেই। তবে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আমারা ঐক্যবদ্ধ। এখন আমাদের লক্ষ্য একটাই। তা হলো দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করা।

অন্যদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এসএ জিন্নাহ কবীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠকের মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি তার দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন। কর্মীরা দিন রাত চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। সকল পর্যয়ের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন তিনি। দীর্ঘদিন বন্ধ থাকার পর নির্বাচন উপলক্ষে দলীয় কার্যালয় খোলা হয়েছে।

মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহব্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার বলেন, মনোনয়ন যুদ্ধ শেষ। এবার ভোটের যুদ্ধ। মানিকগঞ্জ বিএনপির ঘাঁটি। এখানকার সাধারণ মানুষ ধানের শীষ চেনে। পরিবেশ যাই হোক না কেন, ভোটররা যদি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তবে ধানের শীষ জয়যুক্ত হবে। আমাদের মা খালেদা জিয়া মুক্তি পাবে।

অন্যপ্রার্থীদের প্রচার প্রচরণা তেমন দেখা যাচ্ছে না। তাদের কর্মীরাও মাঠে নেই।
মানিকগঞ্জ-১ আসনের ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, প্রধান দুই দলের দুই প্রার্থীর মধ্যেই হবে ভোটের মূল লড়াই।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল