৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


জা না-অজানা

বুরুশ-২

-

ছোট্ট বন্ধুরা,
শুধু খড়িমাটির লেখা মোছার কাজে যে বুরুশ ব্যবহার করা হয়, তা কিন্তু নয়। অন্যান্য ময়লা দূর করার কাজেও এটি ব্যবহার করা হয়। এগুলোর নাম ও গঠনও ভিন্ন। তার মানে ভিন্ন কাজের জন্য ভিন্ন বুরুশ রয়েছে। গাড়ি মোছার কাজে ব্যবহার করা হয় গাড়ি বুরুশ, কোট মোছার কাজে ব্যবহার করা কোট বুরুশ, টেবিল মুছতে ব্যবহার করা হয় টেবিল বুরুশ ইত্যাদি। আগের দিনে কাঠ, পশুর লোম, চট ইত্যাদি দিয়ে বুরুশ তৈরি করা হলেও বর্তমানে এতে পরিবর্তন এসেছে। এখন এসব উপকরণের পাশাপাশি প্লাস্টিক ও ধাতুও ব্যবহার করা হয়।

 


আরো সংবাদ



premium cement