২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
প লি নে শি য়া ন লি জে ন্ট

বাইন মাছ ও একটি নারকেল গাছ

-

(গত দিনের পর)

জলকন্যা বলে, ‘এর কয়েক বছর পর তাহিতিতে দ্বীপে শুরু হয় প্রচণ্ড খরা। আগুনের তো সেই দিনগুলোতে ঠাণ্ডা পানির হাহাকার পড়ে যায়। দ্বীপের কোথাও পান করার মতো পানি ছিল না। সব পুকুর-ঝরনা ও কুয়ো শুকিয়ে যায়। তৃষ্ণায় দ্বীপের পশুপাখি ও মানুষ হাঁসফাঁস করতে থাকে। সেই খরার মৌসুমে এই নারকেল গাছটিতে প্রচুর ডাব হয়। একদিন দুপুরের ঘটনা বলি। প্রচণ্ড রোদে হিনা তার সখিদের নিয়ে সাগর পাড়ে আসে স্নান করতে। তত দিনে হিনা ভুলেই গেছে সেই বাইন মাছের ভালোবাসার কাহিনী। ভুলেই গেছে, ‘এমন দিন আসবে যখন তুমি আমার অনুরাগী হবে। দ্বীপের লু হাওয়ায় যখন প্রাণ তোমার ওষ্ঠাগত হবে, আমাকে ভালোবাসবে তুমি, আর পূর্ণতা পাবে আমার ভালোবাসা।’ হিনার স্মৃতির পট থেকে মুছে গিয়েছিল বাইন কুমারের সেই কথা।
সাগর পাড়ে এসে প্রচণ্ড রোদে বড় তৃষ্ণা পায় হিনা ও তার সখিদের। আর তখন তারা দেখতে পায় হৃষ্টপুষ্ট এই নারকেল গাছ। গাছে ডাসা ডাসা ডাব ঝুলে আছে। হিনা সখিদের বলে, এই তোরা কেউ যা না, এই ডাব গাছ থেকে ডাব পেড়ে আন। ডাবের পানি পিয়ে আজ তৃষ্ণা মিটাই। (চলবে)

 


আরো সংবাদ



premium cement