২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
উ জ বে কি স্তা নে র লো ক ক থা

এক পয়সার সদাই

-

(গত দিনের পর)

সওদাগর তার আলখেল্লা থেকে এক টাকার একটি মুদ্রা (কয়েন) বের করে স্ত্রীকে দিলেন। এই নাও এক টাকার একটি পয়সা। এই পয়সাটা দিয়ে তোমার ছেলেকে বাজারে পাঠিয়ে দাও। তাকে বলো, এই এক পয়সা দিয়ে এমন একটি জিনিস কিনে আনতে, ‘যা চিবিয়ে খাওয়া যায়, পানির মতো চুমুক দিয়ে পান করা যায়, জমিতে বপন করা যায় এবং গরুকেও খাওয়ানো যায়।’
মুদ্রাটি পেয়ে খুব খুশি হলেন সওদাগরের স্ত্রী। তিনি ভাবলেন, যাক স্বামীকে তো রাজি করানো গেল। এখন দেখা যাক ছেলের কপালে কী আছে। চেষ্টা করলে একটা উপায় হয়-ই। ছেলেটা চেষ্টা করেই দেখুক না। কপালে তার বউ জোটে কিনা। এমন একটি জিনিস কিনে আনতে হবে যার দাম মাত্র এই একটি পয়সা। অথচ জিনিসটা খাওয়া যাবে, পান করা যাবে, জমিতে বপন করা যাবে, আবার গরুকেও খাবে। কী হতে পারে জিনিসটা? আমার মাথায় তো ঢুকছে না কিছু।
(চলবে)


আরো সংবাদ



premium cement