২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
উ জ বে কি স্তা নে র লো ক ক থা

এক পয়সার সদাই

-

(গত দিনের পর)
বৈদেশিক বাণিজ্য সেরে একদিন সওদাগর বাড়ি ফিরলেন। ছেলের মা ভাবলেন, এই তো সুযোগ। কথাটা আজই বলতে হবে। আর পারি না একা এ সংসারের ঝামেলা পোহাতে। তাই তিনি স্বামীকে বললেন, ছেলেকে নিয়ে কিছু ভাবলে? ও বড় হয়েছে। বিয়ে টিয়ে তো দিতে হবে, নাকি? তাছাড়া...।
তাছাড়া কী? সওদাগর জিজ্ঞেস করেন।
স্ত্রী বলে, আমি একা আর এত বড় বাড়ি সামলাতে পারছি না। বাড়িতে একটা বউ থাকলে একটু আরাম আয়েশে দিন পার করতে পারতাম।
সওদাগর বললেন, কী বলতে চাও, সেটা বলো। এমন ইনিয়ে বিনিয়ে বলার কী দরকার?
স্ত্রী বললেন, এবার তোমার ছেলের একটা বিয়ের ব্যবস্থা করো। একটা বউ আনো বাড়িতে। আমি একা আর সামলাতে পারছি না এ বাড়ি।
ছেলের বিয়ের কথা শুনে তেলে-বেগুনে জ্বলে উঠলেন সওদাগর। বললেন, ছেলের বিয়ে দেবে? কোন পরিচয়ে বিয়ে দেবে তাকে, শুনি? কোন গুণ আছে তার? আছে কোনো বুদ্ধিশুদ্ধি? কে? কে বিয়ে করবে তাকে।
(চলবে)


আরো সংবাদ



premium cement