৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


জানা-অজানা

হাড়ের রয়েছে অনেক কাজ

-

ছোট্ট বন্ধুরা,

হাড়ের অপর নাম হাড্ডি বা অস্থি। দেহের অভ্যন্তরের অন্যতম সংযোজনকলার নাম হচ্ছে অস্থি বা হাড়। শরীরের ভেতর সবচেয়ে কঠিন এই কোষকলা অস্থিকোষ ও আন্তঃকোষিক উপাদানে তৈরী। শেষ অংশটি কোলাজেন ও ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত। অস্থির কঠিন আবরণটির নাম হলো ‘পেরিঅস্টিয়াম’।
তিন ধরনের অস্থিকোষ রয়েছে। গঠনকর্তা, রক্ষাকর্তা ও বিনাশকর্তা। এদের নাম যথাক্রমে অস্টিয়োব্লাস্ট, অস্টিয়োসাইট ও অস্টিয়োক্লাস্ট। এই তিন ধরনের সমন্বিত ক্রিয়া অস্থির গঠন ও সংরক্ষণ নিশ্চিত করে।
হাড়ের রয়েছে অনেক কাজ। দেহকাঠামো গঠনের মাধ্যমে দৈহিক আকৃতি বজায় রাখা, গুরুত্বপূর্ণ দেহযন্ত্রকে সুরক্ষিত অবস্থানে রাখা, খনিজ পদার্থের উৎস হিসেবে কাজ করা, রক্তকোষ তৈরির উৎস লোহিত মজ্জা ধারণ, পেশি চালনায় সাহায্যসহ নানা ধরনের কাজ করে হাড়। এবার হাড়ের ছবি দেখো। মনে রেখো, হাড়ের ইংরেজি ইড়হব. কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নাও।


আরো সংবাদ



premium cement