২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দুই গোয়েন্দার অভিযান

-

দুই.
‘তার মানে আপনি বলতে চাইছেন আগুনটা প্রথমে লেগেছে, জেরিক্যানগুলোকে গরম করেছে, তারপর বিস্ফোরণ?’ রেজার প্রশ্ন।
‘কী করে বলি? দেখার জন্য আমি তো আর এখানে ছিলাম না। সবার সাথে মিটিংয়ে ছিলাম। তোমরা জিজ্ঞেস করলে, তাই কিভাবে আগুন লাগতে পারে ধারণা দিলাম মাত্র।’ অস্থির হয়ে উঠেছেন লূক। দুই গোয়েন্দার কাছ থেকে সরে গেলেন।
আগুন নেভানোর পর নিজেদের কেবিনে ফিরে এলো গোয়েন্দারা। আলোচনায় বসল।
‘এই প্রথম একটা দুর্ঘটনা ঘটল,’ সুজা বলল, ‘যা জোসির রেসকে কোনোভাবে প্রভাবিত করবে না। থিম পার্কের বিরোধিতা যারা করছে, তাদেরকে ভয় দেখানোর জন্যও ঘটানো হয়ে থাকতে পারে এটা।’
‘কিন্তু লূক তো থিম পার্কের বিপক্ষে নন,’ রেজা বলল। ‘তাহলে তার ঘর পোড়ানো হলো কেন?’
‘সেটাই তো বুঝতে পারছি না। ক্রমেই জটিল হয়ে উঠছে রহস্য!
রেজা বলল, ‘তবে, আগের রহস্যগুলোর সাথে এই ছাউনি পোড়ানোর সম্পর্ক আছে। সন্দেহভাজনদের সংখ্যা এখন কমিয়ে আনা সম্ভব। মিটিংয়ের সময় আমাদের জানা মতে কে কে টাউন হলের বাইরে ছিল?’
‘টেডকে দেখিনি ওখানে,’ সুজা বলল।
‘জোসিও ছিল না।’
‘তার মানে তুমি জোসিকেও সন্দেহ করো?’
‘এখনো করছি না,’ রেজা বলল। ‘টাউন হলের বাইরে কে কে ছিল সেটা মনে করার চেষ্টা করছি আপাতত। লূকের কথাই ঠিক মনে হচ্ছে। আগুনটা আগে লেগেছে, তারপর বিস্ফোরণ। আর যদি বোমা ফাটিয়ে আগুন লাগানো হয়, ফাটানো হয়েছে টাইমার দিয়ে।
(চলবে)


আরো সংবাদ



premium cement