২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

রিশাদের গল্প নেই, আছে আক্ষেপ আর যুদ্ধ

ব্যাটিং-বোলিং দু’বিভাগেই দারুণ করেছেন রিশাদ - ছবি : সংগৃহীত

বল হাতে প্রথম বলেই উইকেট, ব্যাট হাতে ছক্কা; এর চেয়ে সুন্দর শুরু আর কী হতে পারে? একইসাথে দল জয় পেল, নিজেদের করে নিলো সিরিজটাও। আর নিজে জিতলেন ম্যাচসেরার পুরস্কার। বাঁধিয়ে রাখার মতো একটা দিন পেলেন রিশাদ হোসেন।

রিশাদ হোসেন জানতেন ‘সুযোগ’ শব্দটা তার কাছে সোনার ডিম পাড়া হাসের মতো। যখনই আসে, লুফে নেয়া ছাড়া উপায় নেই। ফলে নিজেকে গড়েছেন তেমন করেই। যার ফলাফল পেয়েছেন আজ।

হয়তো অনেক বেশি রান করেননি, বল হাতেও ছিলেন না আহামরি; স্পর্শ করেননি কোনো মাইলফকও; তবুও আজ দিনটা তার। যেখানে বল হাতে ৫১ রানের বিনিময়ে শিকার করেন প্রতিপক্ষ অধিনায়ক কুশল মেন্ডিসকে। আর ব্যাট হাতে যা করেন তা রীতিমতো অবিশ্বাস্যই বটে। ‘বাংলাদেশ’ বিবেচনায় অবিশ্বাস্যই।

৩৬.১ ওভারে ১৭৮ রানে ৬ উইকেট হারিয়ে যখন খানিকটা দুল্যমান যখন ম্যাচের ভাগ্য, তখন মাঠে আসেন রিশাদ। জয়ের জন্য তখন প্রয়োজন ৫৮ রান, আর মাঠে স্বীকৃত ব্যাটসম্যান বলতে কেবল মুশফিকুর রহিম। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, ‘পারবেন তো মুশফিক?’

মুশফিকের হয়ে সেই প্রশ্নের উত্তরটা যেন দেন রিশাদ নিজেই। একের পর এক ছক্কায় সেই মুশফিককে দর্শক বানিয়ে দলকে জিতিয়ে আনেন তিনিই। আসল পরিচয় ভুলে বনে গেলেন পুরোদস্তর ব্যাটার। ৫৮ রানের সমীকরণে তার ব্যাট থেকেই আসলো ৪৮! তবুও মাত্র ১৮ বলে। হাসারাঙ্গার ১১ বলেই নিলেন ৪০!

জয় পেতে তাই আর বেগ পেতে হয়নি স্বাগতিকদের। ৪০.২ ওভারেই ৪ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। এই জয়ে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। আর এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কার জিতে নেন রিশাদ।

বলতে, লিখতে বা পড়তে বিষয়টা এতো সহজ মনে হলেও অতোটা সহজ ছিল না রিশাদের গল্প। যেই দেশে অফ স্পিনারের অভাব নেই, সেখানে কে করতে যায় লেগ স্পিনে ভরসা রাখার মতো বিলাসিতা? জাতীয় দল পর্যন্ত এসেছেন যদিও লেগ স্পিনার হবার সৌজন্যেই, তবে ঘরোয়া লিগে এতো আদিখ্যেতা দেখায়নি কেউ।

২০১৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে রিশাদ হোসেনের অভিষেক। এরপর প্রায় এক যুগ পেরিয়ে গেলেও ম্যাচ সংখ্যা ২০ হয়নি। লিস্ট এ ক্যারিয়ার তো আরো ছোট, মাত্র ৫ ম্যাচের! ভাবা যায়! বিপিএল- ডিপিএল আরো নানা লিগ মিলিয়ে ঘরোয়া টি-টোয়েন্টি সংখ্যা মোটে ১৪!

কতো বিপিএলে থেকেছেন অবিক্রিত, আবার বিক্রি হয়েও ছিলেন উপেক্ষিত। অথচ ২০২৩ সালে জাতীয় দলে আসার পরই টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন ৯টা।

কারণ একটাই, কেউ রিস্ক নিতে চায় না। কেননা লেগ স্পিনাররা ম্যাচ জেতালেও কখনো কখনো হয়ে যায় হিতে বিপরীত। ঘরোয়া ক্রিকেটে দলগুলো যা হজম করতে চায় না বলেই এতো অবহেলা লেগ স্পিনারদের নিয়ে।

তবে রিশাদ জানেন, জানতেন; এই সংস্কৃতি বদলাতে হলে ভিন্ন কিছু করতে হবে তাকে। এমন কিছু করতে হবে যে আগামী প্রজন্মের মাঝে লেগ স্পিনার হবার ইচ্ছে জাগে। যেমনটা রাজ্জাক, রফিক-সাকিবরা মিলে করেছিলেন অফ স্পিনের ক্ষেত্রে।

তাইতো সুযোগ কাজে লাগাতে এতো মরিয়া রিশাদ। যেমনটা এবার বিপিএলে সুযোগ পান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। প্রথমবার মাঠে নেমেই করেন বাজিমাত। মাত্র ২২ রানে চার উইকেট নেন চট্টগ্রামের বিপক্ষে। উঠে আসেন আলোচনায়। পরে আরো দুটো ম্যাচ খেলেন, শিকার করেন আরো দুটো উইকেট।

এরপর লেগ স্পিনার খেলানোর ইচ্ছে থেকে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে অনেকটাই নিয়মিত রিশাদ। তবে ওয়ানডেতে সুযোগটা সেভাবে মিলছিল না। এবারো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ মেলেনি।

তবে যখন সুযোগ হলো, বনে গেলেন গোপন অস্ত্র। যেই অস্ত্রে ক্ষত-বিক্ষত হলো লঙ্কানরা, সমর্থকেরা হলেন মন্ত্রমুগ্ধ। যেই মুগ্ধতা কেটে উঠেনি এখনো। কাঁটাতে চাই না বহুকালেও।


আরো সংবাদ



premium cement
টানা চতুর্থবার কমলো স্বর্ণের দাম দেশের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা : সাবেক গভর্নর সালেহউদ্দিন বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫ সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় নেপালের পানিবিদ্যুৎ কিনছে ভারত, বাংলাদেশের অগ্রগতি কতটুকু? ‘নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার’ ইউক্রেনের জন্য ৬ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের বগুড়ার শেরপুর প্রেসক্লাবের পুন: সভাপতি নিমাই-সম্পাদক মান্নান হিট স্ট্রোকে পাইকগাছার ইটভাটা শ্রমিকের মৃত্যু মুন্সীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত বিচারকের আসনে জয় চৌধুরী

সকল