২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

নিক পোথাস - ফাইল ছবি

খুব বেশিদিন হয়নি নিক পোথাস যোগ দিয়েছেন দলের সাথে। তবে ইতোমধ্যেই টাইগারদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। যেই স্বপ্নের পরিধি অনেক বড়, বিশ্বকাপ জিততে চান বাংলাদেশ দলের এই সহকারী কোচ।

মাস চারেক পর ভারতে বসতে যাচ্ছে জমজমাট ক্রিকেট হাট, অক্টোবরে শুরু হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে এখনি প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। পরিচিত আবহাওয়ায় সাধ্যের সমস্তটা বিলিয়ে দিতে কোনো কার্পণ্য করতে চায় না টাইগাররা।

ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের এমন দৃঢ় মনোবল দেখে বেশ আশাবাদী নিক পোথাস। এই মাসেই বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেব তিনি। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে প্রধান কোচ হাথুরুসিংহের অনুপস্থিতিতে বর্তমানে দলকে অনুশীলনও করাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পোথাস। এই সময় তিনি বলেন, ‘বিশ্বকাপে সব দেশ কেন যায়? জিততে। আমাদের লক্ষ্যও অভিন্ন থাকবে। বিসিবি, আমরা ও ক্রিকেটাররা মিলে স্বপ্ন দেখছি বড় কিছুর।’

অতঃপর বিষয়টা ভেঙে উপস্থাপন করেন তিনি। বলেন, ‘সব দেশই বিশ্বকাপের জন্য খেলবে, আমরা এত ব্যতিক্রম নই। এই দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, খেলোয়াড়রা সবাই অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। আমরা বিশ্বকাপে নিজেদের গর্বিত করতে চাই। কে জানে বিশ্বকাপে আপনাকে কি দেয়?'

বিশ্বকাপে ভালো করতে হলে নিজেদের সেরাটা নিংড়ে দিতে চায় বাংলাদেশ। তবে আধুনিক ক্রিকেটে শুধু লড়াইটা মাঠের মাঝে ব্যাটে-বলে আটকে নেই। মস্তিষ্ক দিয়েও খেলতে হয়। সেই লক্ষ্যেই বাংলাদেশ দল প্রতিপক্ষ নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন বলেও নিশ্চিত করেছেন পোথাস।

পোথাস বলেন, ‘যতখানি সম্ভব আমরা প্রস্তুতি নিতে চাই। প্রতিপক্ষ সম্পর্কে গবেষণা করব। নিজেদের সেরাটা দিব। যেকোনো খেলার বিশ্বকাপে আপনি এসবই করতে পারেন। আমরা যদি নিজেদের নিয়ে ভাবি তাহলে সব ঠিকঠাক হবে।’


আরো সংবাদ



premium cement