২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সব উইকেট পেসারদের : রেকর্ড গড়লেন হাসান-তাসকিন-এবাদত

- ছবি : সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে আজ বৃহস্পতিবার ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে উইকেটের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন দলের তিন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের তিন পেসারের বোলিং তোপে ২৮ দশমিক ১ ওভারে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। হাসান ৩২ রানে ৫টি, তাসকিন ২৬ রানে ৩টি ও এবাদত ২৯ রানে ২টি উইকেট নেন। আয়ারল্যান্ডের ১০ উইকেটের সবগুলোই নিয়েছেন বাংলাদেশের তিন পেসার।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো ফরম্যাটেই প্রতিপক্ষের ব্যাটিং ইনিংসের পুরো ১০ উইকেট নেয়ার নজির ছিল না পেসারদের। নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার প্রতিপক্ষের ১০ উইকেট নিলো বাংলাদেশের পেসাররা।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement