০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


লিটনের পর শান্তর ব্যাটে ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

লিটনের পর শান্তর ব্যাটে ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ। - ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতকের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫৯ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

এদিকে শতকের সুযোগ হেলায় হারিয়েছেন লিটন দাস, ম্যাকবির্নিকে ক্যাচ অনুশীলন করিয়ে ফিরলেন ৭১ বলে ৭০ রান করে। আউট হওয়া আগে অবশ্য দারুণ ব্যাট করছিলেন তিনি, মাঠের চারদিকেই ছিলেন সাবলীল। ব্যাট চালাচ্ছিলেন বল বুঝে, জায়গা খুঁজে ও আগ্রাসী মেজাজে।

তার বিদায়ে ভেঙেছে নাজমুল হোসেন শান্তর সাথে তার ৯৮ বলে ১০১ রানের জুটি। ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে দলের রান এখন ১৭৯। শান্ত ৭০ বলে ৬৬ ও সাকিব আল হাসান অপরাজিত আছেন ১৪ বলে ১৫ রানে।


আরো সংবাদ



premium cement