২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আজ মাঠে নামছে বাংলাদেশ, খেলবেন সাকিবও

আজ মাঠে নামছে বাংলাদেশ, খেলবেন সাকিবও - ছবি : সংগৃহীত

আরব সাগর থেকে আটলান্টিক মহাসাগর পাড়, দূরত্বটা প্রায় বারো হাজার কিলোমিটার। এতো বড় ব্যাবধানে বিশ্বকাপের প্রস্তুতি নিতে নামছে বাংলাদেশ। আরব সাগর পাড়ে দল যখন মুখোমুখি হবে আরব আমিরাতে, দলপতি তখন দামামা বাজাচ্ছেন গায়ানা আমাজনের। বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দল ও দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের কথা।

ঘণ্টাখানেক পরই আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলতে নামবেন গায়ানার হয়ে নিজেদের মাঠে। মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে হঠাৎ আরব আমিরাতের আমন্ত্রণ পাওয়া সিরিজে দলের হয়ে অংশ নিচ্ছেন না সাকিব। সিরিজ ঠিক হবার আগেই ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে সাকিবকে অনাপত্তিপত্র দিয়ে দেয় বিসিবি। ফলে এই সিরিজে বাংলাদেশ খেলছে সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে।

সিপিএলে সাকিব আল হাসানের দল গায়ানা আমাজন ফাইনালে পা রাখার লক্ষ্যে প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হবে বার্বাডোজের। গতকালও বার্বাডোজের মুখোমুখি হয়েছিল গায়ানা। যেখানে সাকিব আল হাসানের ৫৩ রান আর ১ উইকেটের অলরাউন্ড নৈপুণ্যে ৫ উইকেটের জয় পায় গায়ানা। ফলে আজকেও সাকিবের ওপর ভরসা করে থাকবে, তা কি আর বলার উপেক্ষা থাকে!

এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে সিরিজ নির্ধারণী ম্যাচে। সিরিজ নির্ধারণ থেকেও সেরা প্রস্তুতিটাই মূলত লক্ষ্য থাকবে ক্রিকেটারদের। প্রথম ম্যাচে ৭ রানে জয় পেলেও প্রস্তুতির ঘাটতি ছিলো চোখে পড়ার মতো। ফলে আজ সব শুধরে সেরাটা দিয়েই সিরিজ নিজেদের করে নিতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশের ক্রিকেটাররা।


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

সকল