০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


‘স্বার্থপর’ বাবর-রিজওয়ান সমালোচকদের এক হাত নিলেন আফ্রিদি

‘স্বার্থপর’ বাবর-রিজওয়ান সমালোচকদের এক হাত নিলেন আফ্রিদি - ছবি : সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ধ্বসিয়ে দিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের দেয়া ২০০ রানের টার্গেট উদ্বোধনী জুটিতেই স্পর্শ করেন বাবর ও রিজওয়ান।

এরপরই বাবর-রিজওয়ানদের সমালোচকদের এক হাত নিলেন দেশটির পেস সেনশেসন শাহিন শাহ আফ্রিদি।

এ মাসেই শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে পরাজিত হয় পাকিস্তান। ১৭২ রানের টার্গেটে খেলতে নেমে সব উইকেট হারিয়ে ১৪৭ রান করে পাকিস্তান।

ওই ফাইনালে পাকিস্তানের হারের জন্য দলের দুই ওপেনার বাবর-রিজওয়ানের সমালোচনা করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তাদের ভাষ্য ছিল, টি-টোয়েন্টি দ্রুত রান তুলতে হয়, সেটি জানেন না বাবর-রিজওয়ান। দলের জন্য নয়, নিজেদের জন্যই খেলে থাকেন তারা। তাই তাদের ওপেনিং থেকে সরানোর সময় এসেছে। কিন্তু এশিয়া কাপের ফাইনালের পর কাল পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিধ্বংসী রুপ দেখিয়েছেন বাবর-রিজওয়ান। বাবর ১১০ ও রিজওয়ান ৮৮ রানে অপরাজিত থেকে ২০০ রানের টার্গেট স্পর্শ করেন পাকিস্তান।

তাই সমালোচকদের সমালোচনার স্মৃতি মনে করিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেন ইনজুরির কারণে দলের বাইরে থাকা সেরা পেসার আফ্রিদি।

টুইটে আফ্রিদি লিখেন, ‘আমার মনে হয়, বাবর-রিজওয়ানকে বাদ দেয়ার সময় এসেছে। কী স্বার্থপর খেলোয়াড় তারা। ঠিকভাবে খেললে ১৫ ওভারেই খেলা শেষ হওয়ার কথা (১৯.৩ ওভারে শেষ হয় খেলা)। অথচ তারা কি-না শেষ ওভারে নিয়ে গেল ম্যাচ। এ দু’জনের বিরুদ্ধে আন্দোলন করা যাক। কী বলেন?’

আফ্রিদি আরো লিখেছেন, ‘এই অসাধারণ পাকিস্তান দলকে নিয়ে আমি খুবই গর্বিত।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
পিরোজপুরের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন যারা গাজীপুরে কলেজছাত্র খুনের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ২ এভারকেয়ার হসপিটাল ঢাকায় ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে পালিত সম্ভাব্য নিষেধাজ্ঞা ঠেকাতে মার্কিন সরকারের বিরুদ্ধে টিকটকের মামলা ফোনে লাদেনের ছবি, আইএসআইএসের পতাকা থাকা মানেই উগ্রবাদী নয় : দিল্লির হাইকোর্ট কুমিল্লার ৩ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল গ্রেফতার কাউখালীতে চেয়ারম্যান সামশু, ভাইস চেয়ারম্যান নিংবাইউ বান্দরবান সদরে বিএনপি ঘরানার আব্দুল কুদ্দুস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক কুষ্টিয়ায় আতাউর ও খোকসায় মাসুম নির্বাচিত

সকল