০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বৃষ্টি-বিঘ্নিত দিনে লিড নিলো অস্ট্রেলিয়া

বৃষ্টি-বিঘ্নিত দিনে লিড নিলো অস্ট্রেলিয়া - ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে সফরকারী অস্ট্রেলিয়া। ২ উইকেট হাতে নিয়ে ১০১ রানে এগিয়ে অসিরা।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২১২ রানের জবাবে নিজেদের ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩১৩ রান করেছে অস্ট্রেলিয়া।
গল-এ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই শ্রীলঙ্কাকে অলআউট করে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে ৩ উইকেটে ৯৮ রান করেছিল অসিরা। ওপেনার উসমান খাজা ৪৭ ও ট্রাভিস হেড ৬ রানে অপরাজিত ছিলেন।

অতিবৃষ্টি ও ঝড়ের কারনে দ্বিতীয় দিন নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। শুরু হতে দুপুর গড়িয়ে যায়। দুপুরের দিকে খেলা শুরু হলে দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ৫ রানে অপরাজিত থাকা হেডের বিদায় নিশ্চিত করেন ধনাঞ্জয়া ডি সিলভা।

দিনের চতুর্থ ওভারে টেস্ট ক্যারিয়ারের ১৭তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন খাজা। হেডের বিদায়ের পর ক্যামেরন গ্রিনের সাথে পঞ্চম উইকেটে ৫৭ রান যোগ করেন খাজা।
দলীয় ১৫৭ রানে খাজাকে বিদায় করেন শ্রীলঙ্কার লেগ-স্পিনার জেফরি বন্দরসে। ৭টি চারে ১৩০ বলে ৭১ রান করেন খাজা। এরপর ক্রিজে গ্রিনের সঙ্গী হন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন তিনি। শ্রীলংকার বোলারদের উপর চড়াও হয়ে ৬টি চার আদায় করে নেন ক্যারি। রান তোলায় আগাসী ছিলেন গ্রিনও। ৫৫তম ওভারের প্রথম বলে বাউন্ডারি দিয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরির দেখা পান গ্রিন।

হাফ-সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থামতে হয় ক্যারিকে। মিড-অফে ক্যারির দুর্দান্ত ক্যাচ নেন দিনেশ চান্ডিমাল। স্পিনার রমেশ মেন্ডিসের শিকার হয়ে ৪৫ রানে আউট হন ক্যারি। ৪৭ বল খেলে ৬টি চার মারেন তিনি। গ্রিনের সাথে ৯৩ বলে ৮৪ রান যোগ করেছিলেন ক্যারি। আর জুটির কল্যাণেই লিড নেয় অস্ট্রেলিয়া।
এরপর সপ্তম উইকেটে মিচেল স্টার্কের সাথে জুটি বেঁধে ৩৭ রান যোগ করে অস্ট্রেলিয়ার লিড বাড়ান গ্রিন। গ্রিনকে ৭৭ রানে থামিয়ে দেন মেন্ডিস। ১০৮ বল খেলে ৬টি চার মারেন গ্রিন।

গ্রিন ফেরার ২ বল পর অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেন স্টার্কও। ১০ রান করেন তিনি। তবে নবম উইকেটে নাথান লায়নকে নিয়ে মারমুখী হতে উঠেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বন্দরসের করা ৬৭তম ওভারে ১টি ছক্কা এবং ৬৯তম ওভারে ২টি ছক্কা ও ১টি চার মারেন কামিন্স। ফলে অস্ট্রেলিয়ার লিড তিন অঙ্কে পৌঁছায়।
৬৯তম ওভার শেষে আলো-স্বল্পতার কারণে দিনের খেলার ইতি ঘটে। ১টি চার ও ৩টি ছক্কায় ১৬ বলে ২৬ রানে অপরাজিত আছেন কামিন্স। ১৩ বলে ৮ রানে অপরাজিত লায়ন। নবম উইকেটে ২৮ বলে অবিচ্ছিন্ন ৩৫ রান করেছেন কামিন্স ও লায়ন। এরমধ্যে ১৫ বলে ২৬ রানই কামিন্সের।

শ্রীলঙ্কা রমেশ ১০৭ রানে ৪ উইকেট নেন।


আরো সংবাদ



premium cement
তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ আশুলিয়ায় ৫ টাকার উন্মুক্ত কবরস্থান উদ্বোধন গাবতলী বাস টার্মিনাল হবে মাল্টিমোডাল স্টেশন রাবিতে ছাত্রদল নেতাকে হলরুমে আটকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে খুলনার পিপির আইন পেশা পরিচালনার ওপর এক মাসের নিষেধাজ্ঞা কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার

সকল