০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ম্যাচের নায়ক তাসকিন

ম্যাচের নায়ক তাসকিন - ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্যারিয়ারে আগেও ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। তবে এই প্রথম সিরিজ সেরার পুরস্কার জিতলেন তিনি। তাও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের ক্ষণে। এমন পুরস্কার প্রাপ্তিতে খুবই খুশি তাসকিন। সঙ্গে গর্বিতও।

তৃতীয় ওয়ানডে ম্যাচে বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে বাঙলাদেশ। তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ। পাচ উইকেট নেয়ার সুবাদে ম্যাচ সেরা তাসকিন। তিন ম্যাচে ৮ আট উইকেট নেয়ার সুবাদে সিরিজ সেরাও তিনি।

পুরস্কারপ্রাপ্তির পর তাসকিন বলেন, ‘আমি খুবই খুশি ও গর্বিত। প্রথমবারের মতো সিরিজ সেরার পুরস্কার জিতলাম। গত দেড় দুই বছর আমি একটা নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। প্রতি ম্যাচেই আমার ক্যাপ্টেন সাপোর্ট করেন। আমাকে বলে, আগ্রাসী হও, উইকেট নাও। আমি খুবই খুশি সিরিজ জেতায়। আমি এখনো শিখছি কিভাবে ফ্লাড উইকেটে পাচ উইকেট নেয়া যায়।’

তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট তাসকিনের। ৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ক্যাগিসো রাবাদা। তৃতীয় স্থানে থাকা মিরাজের উইকেটও মোট ৬টি।

দেখুন:

আরো সংবাদ



premium cement