২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

- ছবি- সংগৃহীত

মিরপুরে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে রয়েছে অস্ট্রেলিয়া। স্পিন বল হাতে দুর্দান্ত করছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম জয়টা পাবে আজ বাংলাদেশ?

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে উইকেট হারায় অস্ট্রেলিয়া। মেহেদীর বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান আলেক্স কেরি।
দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট। এবার স্পিনার নাসুম আহমেদ। এগিয়ে হাকাতে গিয়ে বল-ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি জশ ফিলিপ। পেছন থেকে দ্রুত স্টাম্প ভেঙে দেন উইকেট কিপার সোহান। ১০ রানে নেই দুই উইকেট।

তৃতীয় ওভারে প্রথম বল করতে এসেই উইকেটের দেখা পান সাকিব আল হাসান। নিজের প্রথম বলেই বোল্ড করেন হেনরিকসকে। যদিও আউটটি হেনরিকসের জন্য দুর্ভাগ্যজনক। সুইপ করেছিলেন, কিন্তু বল দুই পায়ের ফাক দিয়ে গড়িয়ে ভেঙে দেয় পেছনের স্টাম্প। ১১ রানে অস্ট্রেলিয়া হারায় তিন উইকেট।

ক্রিজে এখন ব্যাট করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড ও মিচেল মার্শ।


আরো সংবাদ



premium cement