২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


আবাহনীকে হারিয়ে দিলেন আশরাফুল

আবাহনীকে হারিয়ে দিলেন আশরাফুল - ছবি : সংগৃহীত

মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং তাণ্ডবে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের সুপার লিগ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে হারের স্বাদ পেলো আবাহনী লিমিটেড।

আশরাফুলের অপরাজিত ৭২ রানের সুবাদে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬ উইকেটে হারিয়েছে আবাহনীকে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আবাহনী। শুরুটা ভালো না হলেও লিটন দাসের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রানের বড় সংগ্রহ পায় করে তারা।

এরপর ব্যাট হাতে দলকে ঠিকই জয়ের বন্দরে পৌঁছে দেন আশরাফুল। ওপেনার মোহাম্মদ নাইম করেন ২৮ বলে ৪২ রান। তার ইনিংসে ৬টি চার ছিলো।

জয়ের জন্য ১৭৪ রানের জবাবে শুরুতে জোড়া ধাক্কা খায় শেখ জামাল। ১২ রানে ২ উইকেট হারায় তারা। তবে তৃতীয় উইকেটে নাসির হোসেনকে নিয়ে ৬৯ ও চতুর্থ উইকেটে অধিনায়ক নুরুল হাসানকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন আশরাফুল। নাসির ও নুরুল ৩৬ রান করে ফিরে গেলেও, হাল ছাড়েননি অ্যাশ।

পঞ্চম উইকেটে জিয়াউর রহমানের সাথে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটি গড়ে শেখ জামালের জয় নিশ্চিত করেন আশরাফুল। জুটিতে তারা বল খেলেছেন ১৪টি।

৮টি চার ও ২টি ছক্কায় ৪৮ বলে অপরাজিত ৭২ রান করে ম্যাচ সেরা হন আশরাফুল। এবারের আসরে এটিই ছিলো অ্যাশের প্রথম হাফ-সেঞ্চুরি।

১৫ খেলা শেষে আবাহনীর পয়েন্ট ২২। সমানসংখ্যক ম্যাচে শেখ জামালের পয়েন্ট ১৯।


আরো সংবাদ



premium cement