০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


পিএসএলের এক আসরে পাঁচশ রানের রেকর্ড বাবর আজমের

পিএসএলের এক আসরে পাঁচশ রানের রেকর্ড বাবর আজমের - ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের এক আসরে এতদিন কোন ব্যাটসম্যানের পাচশ রানের রেকর্ড ছিল না। ফর্মের তুঙ্গে থাকা বাবর আজম তা করে দেখালেন এবার। শনিবার রাতে ব্যাট হাতে ২৩ রান করার সুবাদে প্রথম ক্রিকেটার হিসেবে পাচশ রানের মাইলফলক স্পর্শ করেন করাচিং কিংসের এই ব্যাটসম্যান।

আবুধাবিতে চলমান পিএসএলে বাবর আজমের মোট রান এখন ৫০১। এই রেকর্ডের পাশাপাশি নতুন আরও মাইলফলক স্পর্শ করেছেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে স্পর্শ করেছেন দুই হাজার রান।

৫৫ ইনিংসে বাবরের রান ২০১৭। ৬৫ ইনিংসে ১৭৬৩ রান নিয়ে বাবরের পেছনে আছেন কামরান আকমল। চলমান পিএসএলে ১০ ম্যাচে ৭১.৫৭ গড়ে বাবর রান করেছেন ৫০১। যার মধ্যে আছে ছয়টি হাফ সেঞ্চুরি। এক আসরে আগের সর্বোচ্চ রানের রেকর্ডও ছিল বাবরের। গতবার ১১ ইনিংসে বাবর করেছিলেন ৪৭৩ রান।

বাবরের সামনে এবার আরও রান করার সুযোগ। ইতোমধ্যে পিএসএলের প্লে অফ চূড়ান্ত হয়েছে। দলগুলি হলো ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতান্স, পেশোয়ার জালমি ও বাবরের করাচি কিংস। ফাইনাল পযন্ত খেলতে পারলে তিনি পাবেন তিনটি ম্যাচ।


আরো সংবাদ



premium cement