২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

রেকর্ড জুটির পর বিদায় নিলেন শান্ত

রেকর্ড জুটির পর বিদায় নিলেন শান্ত - নয়া দিগন্ত

রেকর্ড হয়ে যেতে পারে, দিনের শুরুতেই বুঝা গিয়েছিল। বাস্তবে তা করে দেখালেন মুমিনুল ও শান্ত। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তৃতীয় উইকেটে সেরা জুটি এখন শান্ত-মুমিনুলের।

পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনে তৃতীয় উইকেটে শান্ত ও মুমিনুল এখনো অবিচ্ছিন্ন ২৩৮ রানে। তৃতীয় উইকেটে বাংলাদেশের সেরা জুটি এটা। এতে দুজনে ছাড়িয়ে গেছে মুশফিক ও মুমিনুলের রেকর্ড।

টেস্টে তৃতীয় উইকেটে আগের রেকর্ড ছিল ২৩৬ রানের। এটি ছিল অধিনায়ক মুমিনুলের সাথে মুশফিকের। প্রতিপক্ষও ছিল শ্রীলঙ্কা। ২০১৮ সালে চট্টগ্রামে এই রেকর্ড গড়েছিলেন দুজন।
এবার ওই রেকর্ড লঙ্কানদের মাটিতে নতুন করে করলেন শান্ত ও মুমিনুল। তৃতীয় উইকেটে শান্ত-মুমিনুল করেছেন ২৪২ রান, ৫১৭ বলে। তৃতীয় উইকেটে সেরা, সব উইকেট মিলিয়ে পঞ্চম সেরা।

রেকর্ড জুটি গড়ার পরই বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। ১৬৩ রানে শেষ হয় শান্তর পথচলা। কুমারার বলে তার হাতেই ক্যাচ দেন তিনি। ৩৭৮ রানের ধৈর্যশীল ইনিংসের পথে শান্ত হাঁকিয়েছেন ১৭টি চার ও একটি ছক্কা। ৩৯৪ রানের মাথায় পড়ে বাংলাদেশের তৃতীয় উইকেট।

১১৫ রানে এখনো ব্যাট করছেন মুমিনুল হক। তার নতুন সঙ্গী মুশফিকুর রহীম।


আরো সংবাদ



premium cement