২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আজ একাদশে থাকবেন সাকিব?

সাকিব আল হাসান - ছবি সংগৃহীত

গত শুক্রবার শুরু হয়েছে আইপিএলের চৌদ্দতম আসর। কলকাতা নাইটরাইডার্স মিশন শুরু করবে আজ। রাত ৮টায় কলকাতার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার খেলা বলেই বাড়তি আগ্রহ বাংলাদেশের ভক্তরা। কারণ কলকাতার জার্সিতে খেলবেন সাকিব আল হাসান।

কিন্তু কথা হলো কলকাতার প্রথম ম্যাচে একাদশে থাকবেন তো সাকিব? তা নিয়ে কথা হচ্ছে বেশ। হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। সব মিলিয়ে সাকিবের খেলার সম্ভাবনা কতটা, তা দেখতে অপেক্ষা করতে হবে টসের আগ পর্যন্ত।
একাদশে বিদেশেী প্লেয়ার খেলবে চারজন। অধিনায়ক মরগান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স খেলবেন নিশ্চিত। চতুর্থ খেলোয়াড় হিসেবে কে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন না বাংলাদেশের সাকিব আল হাসান। তা নিয়ে ধন্দে অনেকে, সাথে হয়তো টিম ম্যানেজম্যান্টও।

আইপিএলের গত আসরে ক্যারিবিয়ান নারাইন ছিলেন ছন্দহীন। ব্যাটিংয়ে খুব একটা অবদান রাখতে পারেননি, বল হাতে প্রায় প্রতি ম্যাচেই মার খেয়েছেন। নারাইনের ছন্দহীনতার কারণেই কলকাতা সাকিবকে দলে নিয়েছে বলে কয়েকটি ভারতীয় গণমাধ্যমের ভাষ্য।

নারাইনের উপর আস্থা হারায়নি কলকাতা। অধিনায়ক ওয়েন মরগান জানালেন তেমনই, ‘গত মৌসুমে সুনিলের হাতে বল তুলে দেয়া হয়েছে, ব্যাট করতে পাঠানো হয়েছে কারণ ওসব পরিস্থিতিতে সে অনেক দিয়েছে আগে দলকে। নিজের প্রতি তার আস্থা আছে, দলেরও ভরসা আছে তার উপর যে সে জেতাতে পারবে।’

তাহলে সাকিব? এ প্রসঙ্গে মরগান বলেছেন, ‘এবার যেহেতু বেশি ভ্রমণ আছে (সর্বশেষ আসরের চেয়ে বেশি ভেন্যু)। স্কোয়াডের শক্তি ও গভীরতা দরকার ছিল। সাকিব দলে অন্য মাত্রা এনে দেয়। আমরা বিভিন্ন ভেন্যুতে বিভিন্ন কন্ডিশনে খেলব। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য থাকা একজন স্পিনিং অলরাউন্ডার দরকার ছিল। আমার বিশ্বাস দলের প্রয়োজনে সে নিজেকে মেলে ধরবে পারবে।’


আরো সংবাদ



premium cement