২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আজ একাদশে থাকবেন সাকিব?

সাকিব আল হাসান - ছবি সংগৃহীত

গত শুক্রবার শুরু হয়েছে আইপিএলের চৌদ্দতম আসর। কলকাতা নাইটরাইডার্স মিশন শুরু করবে আজ। রাত ৮টায় কলকাতার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার খেলা বলেই বাড়তি আগ্রহ বাংলাদেশের ভক্তরা। কারণ কলকাতার জার্সিতে খেলবেন সাকিব আল হাসান।

কিন্তু কথা হলো কলকাতার প্রথম ম্যাচে একাদশে থাকবেন তো সাকিব? তা নিয়ে কথা হচ্ছে বেশ। হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। সব মিলিয়ে সাকিবের খেলার সম্ভাবনা কতটা, তা দেখতে অপেক্ষা করতে হবে টসের আগ পর্যন্ত।
একাদশে বিদেশেী প্লেয়ার খেলবে চারজন। অধিনায়ক মরগান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স খেলবেন নিশ্চিত। চতুর্থ খেলোয়াড় হিসেবে কে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন না বাংলাদেশের সাকিব আল হাসান। তা নিয়ে ধন্দে অনেকে, সাথে হয়তো টিম ম্যানেজম্যান্টও।

আইপিএলের গত আসরে ক্যারিবিয়ান নারাইন ছিলেন ছন্দহীন। ব্যাটিংয়ে খুব একটা অবদান রাখতে পারেননি, বল হাতে প্রায় প্রতি ম্যাচেই মার খেয়েছেন। নারাইনের ছন্দহীনতার কারণেই কলকাতা সাকিবকে দলে নিয়েছে বলে কয়েকটি ভারতীয় গণমাধ্যমের ভাষ্য।

নারাইনের উপর আস্থা হারায়নি কলকাতা। অধিনায়ক ওয়েন মরগান জানালেন তেমনই, ‘গত মৌসুমে সুনিলের হাতে বল তুলে দেয়া হয়েছে, ব্যাট করতে পাঠানো হয়েছে কারণ ওসব পরিস্থিতিতে সে অনেক দিয়েছে আগে দলকে। নিজের প্রতি তার আস্থা আছে, দলেরও ভরসা আছে তার উপর যে সে জেতাতে পারবে।’

তাহলে সাকিব? এ প্রসঙ্গে মরগান বলেছেন, ‘এবার যেহেতু বেশি ভ্রমণ আছে (সর্বশেষ আসরের চেয়ে বেশি ভেন্যু)। স্কোয়াডের শক্তি ও গভীরতা দরকার ছিল। সাকিব দলে অন্য মাত্রা এনে দেয়। আমরা বিভিন্ন ভেন্যুতে বিভিন্ন কন্ডিশনে খেলব। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য থাকা একজন স্পিনিং অলরাউন্ডার দরকার ছিল। আমার বিশ্বাস দলের প্রয়োজনে সে নিজেকে মেলে ধরবে পারবে।’


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল