০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


অনুশীলনে পাখির চোখ টাইগারদের

-

শেষ হয়েছে ষষ্ঠ দিনের কোয়ারেন্টিন। বাকি এক দিন। অষ্টম দিন থেকেই বুক ভরে শ্বাস নিতে পারবে টাইগাররা। সীমিত পরিসরে করা যাবে জিম ও অনুশীলন। ক্রাইস্টচার্চের হোটেল বন্দী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চোখ সেই কাঙ্ক্ষিত অনুশীলনে।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গত ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পৌঁছায় টিম বাংলাদেশ। ক্রাইস্টচার্চে দল রয়েছে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে। ১৪ দিনের প্রথম সাত দিন ঘরবন্দি থাকতে হচ্ছে সবাইকে। প্রথম তিন দিনের পর প্রতিদিন আধা ঘণ্টা বাইরে বেরুনোর সুযোগ পাচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়রা।

করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে অষ্টম দিন থেকে সীমিত পরিসরে অনুশীলনের সুযোগ পাবেন তামিমরা। সোমবার বিসিবির পাঠানো ভিডিওবার্তায় ওয়ানডে অধিনায়ক তামিম জানিয়েছেন তার লক্ষ্য ও অনুভূতি।

যেখানে তিনি বলেন, ‘কালকে (মঙ্গলবার) যদি আমাদের সবার কোভিড টেস্ট নেগেটিভ আসে তাহলে আমরা পরশু (বুধবার) দিন থেকে জিম ব্যবহার করতে পারব। এখানে দুইটা জিম আছে নিচে, যেখানে আমরা ভিন্ন ভিন্ন গ্রুপে গিয়ে ব্যবহার করতে পারব, সাথে ৮ নম্বর দিন থেকে যদি সব ঠিকঠাক থাকে তখন আমাদের ছোট ছোট গ্রুপে প্র্যাকটিসের জন্য অ্যালাও করা হবে। যেখানে আমরা মাঠে গিয়ে প্র্যাকটিস করতে পারব। আমি এটার দিকেই তাকিয়ে আছি। অনেক দিন হয়ে গেল, এগুলো যখনই শুরু হয়ে যাবে তখনই আশা করি আমাদের ফোকাসটা পুরোপুরি ক্রিকেটে ফিরে আসবে।’

আগামী ২০ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। শুধু ওয়ানডে নয়, ক্রিকেটের কোন সংস্করণেই নিউজিল্যান্ডের মাটিতে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। তবে আশার বাণী শোনাচ্ছেন তামিম, ‘আমার এটা প্রথম বিদেশ সফর অধিনায়ক হিসেবে। আমি আশাবাদী। আমি নিশ্চিত প্রথম ওয়ানডে শুরু হবার আগে আমাদের যে প্র্যাকটিস সেশন আছে সেখানে আমরা দল হিসেবে তৈরি হতে পারব। সত্যি কথা আমি যা অনুভব করি, দলের সবার সাথে কথা বলে যা অনুভব করেছি সবাই ভালো করতে চায় বাংলাদেশ দলের জন্য। আমরা আশাবাদী ইনশাআল্লাহ, দেখা যাক।’

তিনি আরও বলেন, ‘যেটা আমি সবসময়ই বলি, বাংলাদেশ দলের ওই সক্ষমতা সবসময়ই আছে। যদি আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি, সবাই যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, একসাথে ভালো পারফর্ম করি, আমরা যেকোনো দলকে হারাতে পারি। এটা আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত দলের সবাই এটা বিশ্বাস করে। আমরা সবাই আশাবাদী।’


আরো সংবাদ



premium cement
গাজীপুরে নিখোঁজ পোশাকশ্রমিকের লাশ উদ্ধার চলচ্চিত্রে সমস্যা ও উত্তরণে গোলটেবিল বৈঠক হ্যাটট্রিক হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের নয়া দিগন্তে সংবাদ প্রকাশে বন্ধ হলো সেই বিলের মাটি কাটা বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বৃত্তি বাড়াতে আগ্রহী রাশিয়া উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশী ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ এমপি-মন্ত্রী-সচিবের আত্মীয় এগুলো দেখার প্রয়োজন নেই : ভোটগ্রহণ কর্মকর্তাদের ইসি সচিব বগুড়ায় শজিমেক ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১৩ স্বর্ণের দাম ভরিতে আরো কমলো ১৮৭৮ টাকা গাজায় হামাস যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ

সকল