২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ভারতের কারণে পিছিয়ে যাবে এশিয়া কাপ?

ভারতের কারণে পিছিয়ে যাবে এশিয়া কাপ? - ছবি : সংগৃহীত

নির্ধারিত সূচি অনুযায়ী ২০২০ সালে হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি এশিয়া কাপ। কিন্তু তা ভেস্তে গেছে করোনার কারণে। নতুন সূচি অনুযায়ী এই বিশ্বকাপ হওয়ার কথা চলতি বছরের জুনে, শ্রীলঙ্কায়। কিন্তু সেটাও হবে কি-না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সব কিছু নির্ভর করছে ভারতের উপর।

কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যদি ভারত উঠে যায়, তাহলে নির্ঘাত পেছাবে এশিয়া কাপ। না উঠতে পারলে ভিন্ন কথা।

এশিয়া কাপের এমন শঙ্কা নিয়ে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি। ভারত ফাইনালে উঠছে এটা ধরে নিয়েই পিসিবি প্রধান আভাস দেন টুর্নামেন্টটি এবার হচ্ছে না। তিনি বলেন, ‘গত বছর এশিয়া কাপ হওয়ার কথা ছিল। স্থগিত করে এই বছরে আনা হলো। এখন মনে হচ্ছে এই বছরও হবে না। কারণ জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে। শ্রীলঙ্কা জানিয়েছে তারা জুনে আয়োজন করতে প্রস্তুত। কিন্তু তারিখটা সাংঘর্ষিক হয়ে গেছে। আমার মনে হয় না টুর্নামেন্টটা আবার হবে। হয়তো ২০২৩ সালে পিছিয়ে দিতে হবে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আর কোনো খেলা বাকি না থাকায় ভারতের হাতেই লাগাম। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে জয় অথবা ড্র হলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের। আর হেরে গেলে নিউজিল্যান্ডের সাথে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানও মনে করেন, চলতি বছরে আর এশিয়া কাপের সম্ভাবনা নেই, ‘মনে হচ্ছে ভারতই ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের সাথে। সেকারণেই শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন সম্ভব হবে না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এমন অবস্থায় হওয়ার নয়। আগামীর জন্য আমাদের ভাবতে হবে।’


আরো সংবাদ



premium cement
প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই নোয়াখালীতে ফের নতুন গ্যাস কূপের সন্ধান, খনন উদ্বোধন বরিশালে তীব্র তাপদাহে ৩ স্কুলছাত্রী অসুস্থ বগুড়ায় জব মেলায় চাকরি পেলেন বেকার প্রকৌশলীরা গণতন্ত্রকে ধ্বংস করার নীলনকশা থামছে না : রিজভী তাজউদ্দীন মেডিক্যাল দুদকের অভিযান : নানা অনিয়ম-দুর্নীতির তথ্য মিলেছে পূর্ব কালুরঘাটে বেইলিব্রিজে টেম্পু চাপায় কলেজশিক্ষার্থী নিহত কুবি শিক্ষকদের ওপর হামলায় নেতৃত্ব দেয়া ছাত্রলীগের ৮ নেতাকর্মী শনাক্ত দিনাজপুরে পরাজিত প্রার্থীর সমর্থক-পুলিশ সংঘর্ষ, গুলিতে নিহত ১ ভারতে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা তীব্র গরমে কাঁঠালিয়ায় এক শিক্ষার্থী অসুস্থ

সকল