২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ফাওয়াদের লড়াকু সেঞ্চুরি

দল চাপে থাকলেও ফাওয়াদ আলম করে ফেললেন সেঞ্চুরি - ছবি : সংগৃহীত

দল ভীষণ চাপে। ২৭ রানে নেই চার উইকেট। প্রথম দিন শেষে পাকিস্তানের রান ৩৩। সেখান থেকে দ্বিতীয় দিনে আজহার ও ফাওয়াদ আলম ব্যাট হাতে যা করলেন পাকিস্তানের হয়, তা রীতিমতো প্রশংসনীয়। দলকে খাদের কিনারা থেকে টেনে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছে দুজন। এর মধ্যে ফাওয়াদ আলম তো সেঞ্চুরিই করে ফেলেছেন। এটি ফাওয়াদের টেস্ট ক্যারিয়ারের তৃতীয়তম সেঞ্চুরি।

করাচি টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের হয়ে সমান পাঁচ রানে অপরাজিত ছিলেন আজহার ও ফাওয়াদ। বুধবার দ্বিতীয় দিনে আজহার আলী ফিফটি করে বিদায় নিলেও নিজের জাত চিনিয়েছেন ফাওয়াদ। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম তিনি পৌঁছান তিন অঙ্কে। ২২০ বলে সমান ১০০ রান করেও এখনো অপরাজিত ফাওয়াদ। শম্বুক গতির সেঞ্চুরিতে আটটি চার ও দুটি ছক্কা হাকিয়েছেন ফাওয়াদ।

মোহাম্মদ রিজওয়ান ৩৩ রান করে ফিরেছেন সাজঘরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৪৬ রান। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অল আউট হয়েছিল ২২০ রানে।


আরো সংবাদ



premium cement