০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


হায়দরাবাদের দাপুটে জয়

হায়দরাবাদের দাপুটে জয় - ছবি : সংগৃহীত

বেয়ারস্টোর ঝড়ো ইনিংস। ওয়ার্নারের দায়িত্বশীল ফিফটি। হায়দরাবাদের ২০১ রানের চ্যালেঞ্জিং স্কোর। জবাব দিতে গিয়ে শুরু থেকেই কাঁপাকাঁপি পাঞ্জাবের। স্রোতের প্রতিকূলে তাও ঝড় তোলার চেষ্টা করলেন নিকোলাস পুরান। কিন্তু এক পুরানে পূরুণ হয়নি পাঞ্জাবের স্বপ্ন। ১৬.৫ ওভারে কিংস ইলেভেন পাঞ্জাব গুটিয়ে যায় ১৩২ রানে। ৬৯ রানের দাপুটে জয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় তৃতীয়স্থানে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে হায়দরাবাদের হয়ে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। দুজনে বলতে গেলে কচুকাটা করতে থাকে পাঞ্জাবের বোলারদের। ওয়ার্নারের চেয়ে খুনে মেজাজে ছিলেন বেয়ারস্টো।

উদ্বোধনী জুটি যখন ভাঙে তখন হায়দরাবাদের রান ১৬০। ১৫.১ ওভারে রবি বিষ্ণুর বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দেন ওয়ার্নার। ৪০ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৫২ রান করেন হায়দরাবাদ অধিনায়ক। একই ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ জনি বেয়ারস্টো। আফসোস, সেঞ্চুরিটা হয়নি তার। ৯৭ রানে তিনি আউট। ৫৫ বলের ইনিংসে সাতটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষের দিকে উইলিয়ামসন ১০ বলে ২০ রানে থাকেন অপরাজিত। ৬ বলে ১২ রান করেন অভিষেক শর্মা। ৬ উইকেটে হায়দরাবাদের সংগ্রহ দাঁড়ায় ২০১ রান।

২০২ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই নড়বড়ে পাঞ্জাব। একমাত্র নিকোলাস পুরান ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। এক প্রান্তে উইকেট যাওয়ার মহোৎসব হলেও ব্যাট হাতে আরেক প্রান্তে রীতিমতো সাইক্লোন বইয়ে দেন নিকোলাস। দলীয় ১২৬ রানের মাথায় পুরান আউট হলে বাকি ইনিংসটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাঞ্জাবের।

পুরানকে আউট করেন দুর্দান্ত বোলিং করা আফগান স্পিনার রশিদ খান। ৩৭ বলে ৭৭ রানের চোখ জুড়ানো ইনিংস খেলেন পুরান। পাঁচ চারের পাশাপাশি তিনি ছক্কা হাঁকিয়েছেন সাতটি। পাঞ্জাবের হয়ে চার ওভারে এক মেডেনসহ ১২ রান দিয়ে তিন উইকেট নেন রশিদ খান। খলিল আহমেদ ও নটরাজন দুটি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন হায়দরাবাদের ওপেনার জনি বেয়ারস্টো।
ছয় ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হায়দরাবাদ। সমান ম্যাচে পাঁচ পরাজয়ে তলানিতে পাঞ্জাব। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স। ৮ পয়েন্ট নিয়ে দিল্লি দ্বিতীয় (নেট রান রেটে পিছিয়ে থাকায়)।


আরো সংবাদ



premium cement