১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশের কোচ হতে আগ্রহী মালান

বাংলাদেশের কোচ হতে আগ্রহী মালান - সংগৃহীত

বাংলাদেশে আসতে আগ্রহী আয়ারল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হেনরিখ মালান। জাতীয় দলের জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখার দায়িত্ব নিতে চান কাঁধে। আবেদন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটের ভার নিতে।

হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) জন্য প্রধান কোচ খুঁজছে বিসিবি। আগের প্রধান ডেভিড হেম্প গতমাসে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেয়ায় শূন্য হয়ে পড়ে এইচপির গুরুত্বপূর্ণ এই পদ। এরপর থেকেই নতুন কোচের খুঁজে ছিল বিসিবি।

এরই মাঝে খবর বেরিয়েছে, এইচপির কোচ হওয়ার জন্য আবেদন করেছেন হেনরিখ মালান। যিনি এই মুহূর্তে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।

বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শুধু মালান নয়, এই পদে আবেদন এসেছে আরো একাধিক। ইতোমধ্যে প্রধান কোচের দৌড়ে আগ্রহীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। তাদের মাঝে গাভান টোয়াইনিং (অস্ট্রেলিয়া), নাথান হারিজ (অস্ট্রেলিয়া) ও পল অ্যাডামস (দক্ষিণ আফ্রিকা) অন্যতম।

তবে তাড়াহুড়ো নয়, ভেবেচিন্তেই নতুন কোচ নিয়োগ দিতে চায় বিসিবি।

জানা গেছে, আগামী রোববার তাদের ইন্টারভিউ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে বড় দায়িত্বে থাকবেন বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুর।


আরো সংবাদ



premium cement