২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইডেন গার্ডেন্সের রেকর্ডসমূহ

ইডেন গার্ডেন্সে কাল ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। টেস্ট ক্রিকেটে এর আগে এই ভেন্যুতে কখনো ব্যাট-বল হাতে একে অপরের মুখোমুখি হয়নি দু’দল।

বিখ্যাত ইডেনের কিছু রেকর্ড:
১. এই ভেন্যুতে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে স্বাগতিক ভারত। ৪১ ম্যাচে ১২টিতে জয় পেয়েছে তারা। ৯টিতে হেরেছে। ২০টি ম্যাচ ড্র হয়েছে। ভারতের পর এই ভেন্যুতে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ড ২টি জয়, ৩টিতে হার ও ৫টিতে ড্র’র স্বাদ নেয়। ওয়েস্ট ইন্ডিজ ৩টি করে জয়-হার ও ৪টিতে ড্র’র স্বাদ নেয়।
২. দলীয় সর্বোচ্চ রান : ভারত ৬৫৭/৭ডি, ওভার- ১৭৮, প্রতিপক্ষ -অস্ট্রেলিয়া, তারিখ- ১১ মার্চ, ২০০১।
৩. দলীয় সর্বনিম্ন রান : ভারত ৯০/১০, ওভার- ৩০, প্রতিপক্ষ -ওয়েস্ট ইন্ডিজ, তারিখ- ৩১ ডিসেম্বর, ১৯৫৮।
৪. ম্যাচে সবচেয়ে বেশি রান : ভারত-অস্ট্রেলিয়া, রান- ১৪৮৫, উইকেট- ৩৭, ওভার-৪৩৬.৩, তারিখ- ১১ মার্চ, ২০০১।
৫. বড় ব্যবধানে জয় (ইনিংস) : ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষ-ভারত, ব্যবধান- ইনিংস ও ৩৩৬ রানে, তারিখ- ৩১ ডিসেম্বর, ১৯৫৮।
৬. বড় ব্যবধানে জয় (রানে) : দক্ষিণ আফ্রিকা, প্রতিপক্ষ-ভারত, ব্যবধান- ৩২৯ রানে, তারিখ- ২৭ নভেম্বর, ১৯৯৬।
৭. ছোট ব্যবধানে জয় (রানে) : ভারত, প্রতিপক্ষ-ইংল্যান্ড, ব্যবধান- ২৮ রানে, তারিখ- ৩০ ডিসেম্বর, ১৯৭২।
৮. ছোট ব্যবধানে জয় (উইকেট) : ইংল্যান্ড, প্রতিপক্ষ-ভারত, ব্যবধান-৭ উইকেটে, তারিখ- ৫ ডিসেম্বর, ২০১২।
৯. ছোট ব্যবধানে জয় (উইকেট) : ইংল্যান্ড, প্রতিপক্ষ-ভারত, ব্যবধান-৭ উইকেটে, তারিখ- ৫ ডিসেম্বর, ২০১২।
১০. ব্যক্তিগত সবচেয়ে বেশি রান : ভিভিএস লক্ষণ (ভারত)- ১৫ ইনিংসে ১২১৭ রান, গড়- ১১০.৬৩।
১১. ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস : ভিভিএস লক্ষণ (ভারত)- ২৮১, প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া, তারিখ- ১১ মার্চ, ২০০১।
১২. সবচেয়ে বেশি উইকেট : হরভজন সিং (ভারত)- ১৩ ইনিংস, ওভার- ৪১৫.১, রান-১০০১, উইকেট-৪৬ উইকেট।
১৩. সেরা বোলিং (ইনিংস) : ল্যান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা), ওভার- ২১.৩, রান-৬৪, উইকেট-৮, প্রতিপক্ষ- ভারত এবং জাভাগাল শ্রীনাথ (ভারত), ওভার- ২৭, রান-৮৬, উইকেট-৮, প্রতিপক্ষ- পাকিস্তান।
১৩. সেরা বোলিং ম্যাচে : জাভাগাল শ্রীনাথ (ভারত), ওভার- ৪৬, রান-১৩২, উইকেট-১৩, প্রতিপক্ষ- পাকিস্তান এবং হরভজন সিং (ভারত), ওভার- ৬৮.২, রান-১৯৬, উইকেট-১৩, প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া।
১৪. সবচেয়ে বেশি ডিসমিসাল : সৈয়দ কিরমানি (ভারত)- ৭ ম্যাচে ১৪টি, ক্যাচ-১১টি এবং স্টাম্প-৩টি।
১৪. সর্বোচ্চ রানের জুটি : ভিভিএস লক্ষন-রাহুল দ্রাবিড় (ভারত)- পঞ্চম উইকেট ৩৭৬ রান, প্রতিপক্ষ -অস্ট্রেলিয়া, তারিখ- ১১ মার্চ, ২০০১।
১৫. সবচেয়ে বেশি ম্যাচ : শচীন টেন্ডুলকার (ভারত)- ১৩টি।
১৬. অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ : নওয়াব মনসুর আলী খান পতৌদি (ভারত)- ৬টি।


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল