২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দ. আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো ভারত

-

ভারতের বিপক্ষে তিন টেস্টের তৃতীয়টিও শেষ হলো। যেন মুক্তি পেলো দক্ষিণ আফ্রিকা! কারণ কোনো ম্যাচেই ভারতের সামনে দাঁড়াতে পারেনি তারা। লজ্জায় ডুবেছে প্রতি ম্যাচেই। তৃতীয় ম্যাচটি যেন সবচেয়ে বেশি লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছিল তাদের। তৃতীয় দিনই হার নিশ্চিত ছিল তাদের। চতুর্থ দিন সকালে মাত্র এক রান যোগ করেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের কাছে এক ইনিংস ও ২০২ রানে হারলো তারা। এর ফলে হোয়াইটওয়াশ হলো প্রোটিয়ারা। এর আগে দুটি টেস্টেও বড় ব্যবধানে হেরেছে তারা।

তৃতীয় দিন ফলোঅনে পড়ে ৮ উইকেটে ১৩২ রান করে দিনশেষ করে দক্ষিণ আফ্রিকা। হারটা অনুমিতই ছিল। কিন্তু এতোটা লজ্জাজনক হবে- তা হয়ত জানা ছিল না প্রোটিয়াদের। চতুর্থ দিন সকালে মাত্র ১ রান যোগ করেই ১৩৩ রানে গুটিয়ে যায় দলটি।

সকালে থিউনিস দে ব্রুইন ও এনরিক নরট জি ব্যাট করতে নামলে শাহবাজ নাদিমের বলে সাজঘরে ফিরেন ব্রুইন। পরের বলেই প্রোটিয়াদের কফিনে শেষ পেরেক ঠুকেন নাদিম। সাজঘরে ফেরান লুঙ্গি এনডিগিকে। ফলে শেষ হয় তৃতীয় টেস্ট। ভারতের হাতে হোয়াইটওয়াশ হয় দক্ষিণ আফ্রিকা।

এর আগে প্রথম টেস্টে ২০৩ রানে হারে প্রোটিয়ারা। দ্বিতীয়টিতে হারে ১৩৭ রানে।

পুরো সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যান অব দ্য সিরিজ ও ম্যান অব দ্য ম্যাচ হন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহলি বলেন, 'অসাধারণ খেলেছি আমরা।'


আরো সংবাদ



premium cement
পূর্ব কালুরঘাটে বেইলিব্রিজে টেম্পু চাপায় কলেজশিক্ষার্থী নিহত কুবি শিক্ষকদের ওপর হামলায় নেতৃত্ব দেয়া ছাত্রলীগের ৮ নেতাকর্মী শনাক্ত দিনাজপুরে পরাজিত প্রার্থীর সমর্থক-পুলিশ সংঘর্ষ, গুলিতে নিহত ১ ভারতে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা তীব্র গরমে কাঁঠালিয়ায় এক শিক্ষার্থী অসুস্থ উল্লাপাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর পদ্মায় ডুবে তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড বাংলাদেশ থেকে আম নিতে চায় চীন দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল রুশ অগ্রযাত্রার মধ্যেই ভারী হামলা প্রতিহত করল ইউক্রেন

সকল