২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ভারতের বিপক্ষে আজ রশিদের সেঞ্চুরি নাকি সমীহ আদায়?

- সংগৃহীত

আগের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের হাতে বেধড়ক পিটুনির শিকার হয়েছে আফগানিস্তান। একে একে ২৪টি ছক্কার মার মেরেছে ইংলিশ ব্যাটসম্যানরা। এরমধ্যে ইংলিশ অধিনায়ক যেন একাই একশো। তিনি একাই মেরেছেন ১৭টি। আর আন্তর্জাতিক আসর বা আইপিএল-পিএসএলের মতো ঘরোয়া আসর; সবখানেই সমীহ আদায় করা লেগ স্পিনার রশিদ খানকে যেন আলাদাভাবে টার্গেট-ই করেছিল স্বাগতিকরা। বেদম পিটিয়ে এক রশিদ খানের ৯ ওভারে ইংলিশরা তুলেছে ১১০ রান। দলীয় স্কোর ৪০০ হতে-হতেও হয়নি। থামে ৩৯৭ রানে এসে।

দ্বিতীয় ইনিংস কেউ দেখুক বা না দেখুক, ফলাফল সবারই জানা ছিল- হারছে আফগানিস্তান। হেরেছেও। কিন্তু এরপর? বিপদ কি কাটলো আফগানদের? মনে তো হয়, না। স্বাগতিকদের বেদম পিটুনির শিকার আফগানিস্তান শনিবার আবার কোহলি-রোহিতের ভারতের সামনে। সাউদাম্পটনের রোজবোলে শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে এই এই দেশ দুইটি।

ইংল্যান্ডের চেয়ে ভারতের ব্যাটিং লাইআপও কম যায় না। আর তাই রোহিত শর্মা ও কোহলিদের সামনে পড়ার আগে চারদিকে প্রশ্ন, আজ কি করবে আফগানিস্তান? ভারতের যে ব্যাটিং লাইনআপের রান বন্যায় বাধ দিতে পারবে আফগানরা? নাকি স্বাগতিকদের মতো বেদম পিটুনির চোটে ভেসে যাবে? রশিদ খান কি আজও সেঞ্চুরি করবে, নাকি লেগস্পিন দিয়ে নিজের ও দলের মান রাখবে? প্রশ্নের উত্তরগুলো খুব একটা কঠিন নয়, কিন্তু খেলা শুরু হওয়ার পরই কেবল এর জবাব মিলতে পারে।


আরো সংবাদ



premium cement