০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


জয় দিয়ে শুরু হলো ভারতের নিউজিল্যান্ড সফর

উইকেট শিকারের পর ভারতের উদযাপন - সংগৃহিত

জয় দিয়েই নিউজিল্যান্ড সফর শুরু হলো ভারতের। নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে কুলদীপ যাদব ও মোহাম্মদ শামির দুরন্ত বোলিং, সাথে শেখর ধাওয়ানের ব্যাটিং দৃঢ়তায় নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারাল বিরাট অ্যান্ড কোং।

বুধবার ম্যাকলারেন পার্কে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুতেই মোহাম্মদ শামির বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেননি দুই কিউই ওপেনার কলিন মুনরো (৮) এবং মার্টিন গাপটিল (৫)।

গাপটিলের উইকেট তুলে নিয়ে একদিনের ক্রিকেটে ক্যারিয়ারের শততম উইকেটটি তুলে নেন শামি। এরপর রস টেলর এবং কেন উইলিমাসনের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নিউজিল্যান্ড। কিন্তু যুভেন্দ্র চাহালের জোড়া ধাক্কায় পর পর প্যাভিলিয়নে ফিরে যান রস টেলর (২৪) এবং টম লাথাম (১১)।

এরপর হেনরি নিকোলসকে (১২) তুলে নেন কেদার যাদব। আর মিচেল স্যান্টনারকে (১৪) ফেরান শামি।

বাকি দায়িত্বটুকু কুলদীপই কাঁধে তুলে নেন। পর পর শিকার করেন চারটি উইকেট। একা লড়াই করেন কেন উইলিয়ামসন। ৮১ বলে ৬৪ রান করেন তিনি। উইলিয়ামসন আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ইনিংস। ৩৮ ওভারে মাত্র ১৫৭ রানে অল আউট হয়ে যায় তারা।

ভারতের হয়ে কুলদীপ যাদব চারটি উইকেট নেন। মোহাম্মদ শামি নেন তিনটি। দুটি উইকেট চাহলের ঝুলিতে যায়।

১৫৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। ১১ রানে রোহিত সাজঘরে ফিরে গেলে অবাক কাণ্ড ঘটল নেপিয়ারে। মাঠে পড়ন্ত বিকেলের কড়া রোদেই খেলা বন্ধ থাকল ৩০ মিনিট। একদিকের প্রান্তে পড়ন্ত বিকেলে ঢলে পড়া সূর্যের রশ্মি সরাসরি ব্যাটসম্যানের চোখে এসে পড়ে। ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

আধ ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে ডাক-ওয়ার্থ-লুইস নিয়মে ভারতের সামনে নতুন টার্গেট হয় ৪৯ ওভারে ১৫৬ রান। অধিনায়ক বিরাট কোহলির সাথে জুটি গড়ে ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শিখর ধাওয়ান। পাশাপাশি পাঁচ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন।

বিরাট ৪৫ রানে আউট হলেও আম্বাতি রায়াডুকে সাথে নিয়ে অপরাজিত থেকে ভারতকে জয় এনে দেন শিখর ধাওয়ান। ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি।

৩৪.৫ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত। আট উইকেটের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রইল বিরাট বাহিনী।


আরো সংবাদ



premium cement
উপজেলা নির্বাচনে দেড় লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন অপরাধীরা পুলিশ, সাংবাদিক লেখা স্টিকার বেশি ব্যবহার করে ভারতের কাছে টানা চতুর্থ হার বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়নে পৃথক দুটি অর্থনৈতিক অঞ্চল চান ব্যবসায়ীরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে থাকলেও জাতীয় দলের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি জার্মানির স্কুলে সহিংসতা বাড়ছে কেনিয়ায় বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ২২৮ ইসলামপুর পৌর মেয়রকে বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত চট্টগ্রামে কালবৈশাখীর ছোবল, ৩ ঘণ্টার বৃষ্টিতে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা শরীয়তপুরে বজ্রপাতে ২ নারীসহ ৩ জনের মৃত্যু

সকল