৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


দ্বিতীয় টি-২০ জয়ের পরিকল্পনা জানালেন সৌম্য

সৌম্য সরকার - সংগৃহীত

আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-২০'তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে আছে ক্যারিবীয়রা। তাই সিরিজ বাঁচাতে হলে টাইগারদের প্রাণপনে লড়তে হবে। পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। বুধবার সংবাদ সম্মেলনে সেই পরিকল্পনাই জানালেন সৌম্য সরকার। অধিনায়ক সাকিব আল হাসানের বদলে সাংবাদিকদের সামনে এসেছেন তিনি।

কালকের ম্যাচের পরিকল্পনা সম্পর্কে সৌম্য জানান, 'প্রথম এবং প্রধান কাজ হবে শুরুতে যতটা সম্ভব কম উইকেট দেয়া, পাওয়ার প্লে'তে একটার বেশি উইকেট না খোয়ানো।'

তিনি বলেন, 'আমরা আগের ম্যাচে তিন-চার ওভারের মধ্যেই তিন উইকেট খুইয়ে ফেলি, সেখান থেকে আসলে ঘুরে দাঁড়ানো কঠিন। প্রথম পাওয়ার প্লে'র ছয় ওভারে যদি একটির বেশি উইকেট না হারাতাম, তাহলে হয়তো স্কোরটা আরো লম্বা হতো। কালকের ম্যাচে সেদিকে বিশেষ নজর থাকবে আমাদের, যাতে শুরুতেই বেশি উইকেট পড়ে না যায়।'

সিলেটে প্রথম টি-২০তে ৩.৩ ওভারেই তিন উইকেট হারায় বাংলাদেশ। এর ধারাবাহিকতায় ১৯ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় টাইগাররা। লক্ষ্য তাড়া করতে নেমে ১০.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ।

বৃহস্পতিবার ঢাকায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০টি শুরু হবে বিকেল ৫টায়।


আরো সংবাদ



premium cement