০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


মনোনয়ন দৌড়ে মাশরাফির প্রতিদ্বন্দ্বী ১৫

প্রধানমন্ত্রীর দোয়া নিচ্ছেন মাশরাফি - ফাইল ছবি

নড়াইল -২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামতে চান জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইতোমধ্যেই তিনি দলটি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে নির্বাচনী লড়াইয়ের আগে মাশরাফির সামনে প্রতিদ্বন্দ্বী হয়ে দাড়িয়েছেন নিজ দলেরই ১৫ নেতা। অর্থাৎ ওই আসন থেকে মাশরাফি ছাড়াও আরো ১৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তাদের বিরুদ্ধে মনোনয়ন লড়াইয়ে জিতেই মাশরাফিকে নামতে হবে প্রতিপক্ষের বিরুদ্ধে ভোটযুদ্ধে। অবশ্য মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আওয়ামী লীগের হাইকমান্ড।

নড়াইল-২ আসন থেকে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে বেশির ভাগই জেলা আওয়ামী লীগের নেতা। কেউ কেউ আছেন কেন্দ্রিয় বিভিন্ন কমিটি ও উপ-কমিটি পর্যায়ের নেতা। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, এসএম আসিফুর রহমান বাপ্পী, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা লে.কর্নেল (অব.) সৈয়দ হাসান ইকবাল, ব্যবসায়ী বাসুদেব ব্যানার্জী, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য শেখ মো. আমিনুর রহমান হিমু, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শারমীন সুলতান শর্মী, জেলা আওয়ামী লীগের সদস্য মো. রাশিদুল বাশার ডলার, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ মো. তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এস কে আবু বাকের, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তাপস, জেলা আওয়ামী লীগের সদস্য হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মো. নূরুজ্জামান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল ও আওয়ামী লীগ নেতা মো. সুজন রহমান।

মাশরাফির বাবা গোলাম মুর্তজা সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মাশরাফি।


আরো সংবাদ



premium cement
রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে : ছাত্রশিবির দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে হত্যা, বাবা ও ভাই গ্রেফতার বন্যাবিধ্বস্ত কেনিয়া ও তানজানিয়ায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি রাজধানীতে লেকে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু ইসরাইলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের আহ্বান আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিতে ৬ জনকে কুপিয়ে জখম মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবনতি হচ্ছে কেন

সকল