০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


সিনিয়রদের নিয়ে আশার কথা জানালেন জিম্বাবুয়ে কোচ

জিম্বাবুয়ে ও বাংলাদেশের প্রথম ম্যাচ - সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে জিম্বাবুয়ে। এখন বাকি আরো দুটি ম্যাচ। আগামীকাল চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ। তার আগে আশার কথা বললেন জিম্বাবুয়ে কোচ লালচান্দ রাজপুত, দলের সিনিয়র ক্রিকেটাররা বড় স্কোর করবে।

সাংবাদিকদের তিনি বললেন, 'সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। মাসাকাদজা প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিল। আশা করি মূল সিরিজেও সেটি বয়ে আনতে পারবে। ব্রেন্ডন টেইলর শুরুটা ভালো করছে, শেষ করতে পারছে না। আশা করি ওর বড় স্কোর আসবে।'

রাজপুত বলেন, 'আমি নিশ্চিত, ওরাও বড় স্কোরের প্রয়োজনীয়তা বুঝতে পারছে। বড় রান আসছে। নিশ্চিতভাবেই বলতে পারি, শিগগিরই আসছে।'

গত মার্চের পর তিন সংস্করণ মিলিয়ে টানা ১৭ ম্যাচ হেরেছে জিম্বাবুয়ে। এই পারফরমেন্সে হতাশ সবাই। জয়খরা কাটাতে মরিয়া তারা। কোচের কণ্ঠে সেই আশা, 'অনেক দিনই আমরা জিতি না। তবে সত্যি বলতে, প্রথম আট ম্যাচে আমরা সিনিয়র ক্রিকেটারদের পাইনি। এখন সিনিয়ররা ফিরেছে, আমরা জয়ের কাছে যাচ্ছি। শুধু শেষটা করতে পারছি না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০ রানে ৭ উইকেট নিয়েও পারিনি। এমনকি টি-টোয়েন্টিতেও সম্ভাবনা জাগিয়ে পারিনি। খু্ব শিগগিরই আমরা শেষ বাধাটুকু টপকে যেতে পারব।'


আরো সংবাদ



premium cement

সকল