০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


বিসিবির প্রধান নির্বাচক নান্নুর বাসায় চুরি

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। - ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ও সাবেক জাতীয় ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নুর বাসায় চুরি হয়েছে। তবে কখন চুরি হয়েছে, এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারেননি কেউই।

জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে নান্নুর বাসায় তার এক স্বজন বাড়ি দেখভাল করতে যান। এ সময় তিনি বাসার প্রধান দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে তিনি আশপাশের কয়েকজনকে নিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে ঘরের সব জিনিসপত্র এলোমেলো এবং জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রাতেই আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এশিয়া কাপের জন্য জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সপরিবারে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। বাসায় চুরির খবর পেয়ে আজ রোববার সকালে দেশে ফেরেন তিনি। নান্নু বলেন, ‘খবরটা শুনে আমি সকালেই ঢাকায় এসেছি। বাসায় গিয়ে দেখি, সবকিছু নিয়ে গেছে। বাসার সবকিছু ওলটপালট। ঘরে কোনো জিনিস রাখে নাই। টাকা-পয়সা, অলংকার যা ছিল সব নিয়ে গেছে। কিছুই নেই ঘরে। এখনো সবকিছু জানিও না। হিসাব করে দেখতে হবে।’

 

আরো পড়ুন:  ইনজি আর ইমাম : চাচা-ভাতিজার অজানা কথা
নয়া দিগন্ত অনলাইন, ২৩ সেপ্টেম্বর ২০১৮

তিনি তার চাচাকে মহান ক্রিকেটার বলে মানেন, কিন্তু চাচার চেয়ে ফিটনেসটা ভালো করার জন্য বদ্ধপরিকর। শুক্রবারের আফগানিস্তানের বিরুদ্ধে ৮০ রান করে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার তিনি। ম্যাচটা যখন প্রায় ধরে নিয়েছিলেন, তখনই আউট হয়ে যান। কী ভাবে? না, রান আউট!

ইনি হলেন ইনজামাম উল হকের ভাইপো ইমাম উল হক। প্রথম দিকে বেশ স্বাস্থ্যবানই ছিলেন! ফিটনেসের মানও যে সুউচ্চ অট্টালিকার মতো ছিল, এমন নয়। কিন্তু সে সব দূরে ঠেলে তিনি এখন খুব ফিট। তা, রান আউট হলেও। ইমামের এই পরিবর্তনের নেপথ্য কাহিনিটা পাকিস্তান শিবির থেকেই পাওয়া যাচ্ছে।

বছর খানেক আগেও তিনি বিরিয়ানির প্রচণ্ড ভক্ত ছিলেন। রুটি-রাইসও সমানে চলত। কিন্তু তার পর থেকে নিজেকে বদলে নিয়েছেন পুরোপুরি। বিরিয়ানি ছুঁয়েও দেখেন না। প্রোটিন শেক আর কঠোর ডায়েটের মধ্যে আছেন। এও শোনা যাচ্ছে, শুরুর দিকে তার ফ্যাটের পরিমাপ ছিল ৯১। সেটা এখন কমে দাঁড়িয়েছে ৫৪। ইমামের ইয়ো ইয়ো টেস্টের ফল কী জানেন? উত্তরটা প্রশ্নকর্তাই দিয়ে দিলেন, ১৯.৫!

যারা ইমামকে কাছ থেকে দেখেছেন, তারা বলছেন, এই পরিবর্তন সম্ভব হয়েছে নাছোড় মনোভাব আর জেদের জন্য। ইমাম নিজেকে বদলে ফেলার জন্য বদ্ধপরিকর। তিনি আরো একটা ভুল শুধরে নিতে মরিয়া। কী সেই ভুল? পাকিস্তানের মিডিয়া ম্যানেজারের মাধ্যমে ইমামের যে প্রতিক্রিয়া পাওয়া গেল, তা এ রকম : ‘‘ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে আমি খুব খারাপ শট খেলে আউট হয়েছিলাম। তাতে আমি যেমন হতাশ হয়েছিলাম, বাকিদেরও হতাশ করেছিলাম। তা ছাড়া ও রকম ব্যাটিং করা আমার ধরন নয়। সেই ভুলটা আর করতে চাই না।’’ আফগানিস্তান ম্যাচে যে তিনি ভুল অনেকটা শুধরে নিতে পেরেছিলেন, তা বলছিলেন ইমাম। ‘‘আমার পাশে দাঁড়ানোর জন্য আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেব। আফগান ম্যাচে ঠিক করে নিয়েছিলাম, উইকেটে থাকব। সেটাই করেছি।’’

সামনে এ বার ভারত। আগের ম্যাচে খারাপ ভাবে হারতে হয়েছে। এ বার কী ভাবছেন? ইমাম বলছেন, ‘‘আফগানিস্তানের বিরুদ্ধে একটা রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছি। এতে টিমের পরিবেশ ভালো হয়ে যায়। ইতিবাচক একটা মনোভাব দেখা যায় দলের মধ্যে। আমরা রোববারের ম্যাচটাও জিতব।’’

শোয়েব আখতার আগের ভারত-পাকিস্তান ম্যাচের সময় ভিআইপি জোনে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘এই পাকিস্তান দলটায় শোয়েব মালিক এবং বাবর আজম ছাড়া সে রকম উঁচু মানের ব্যাটসম্যান নেই।’’ ইমাম তাকে কিছুটা ভুল প্রমাণ করেছেন। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ যে আফগানিস্তান সম্পর্কে বলেছেন, ‘‘বিশ্বের সেরা স্পিন আক্রমণ,’’ সেই আফগান স্পিনারদের অনায়াসে সামলেছেন। ইনজামামের ভাইপো খুব ভালোবাসেন বাবর আজমের সঙ্গে ব্যাট করতে। বলছেন, ‘‘বাবর আমার সেরা বন্ধু। আমরা দু’জনে দু’জনের খেলা খুব ভাল বুঝি। তা-ই ওর সঙ্গে আমার জুটিটা জমে ভাল।’’

বিপক্ষ বোলিং আক্রমণ ভয়ঙ্কর হলেও কুছ পরোয়া নেই। কিন্তু পাকিস্তানের এই তরুণ ওপেনার ভয় পান প্রচারমাধ্যমকে। যাদের সমালোচনা মাঝে মাঝে তার রক্তচাপ বাড়িয়ে দেয়। যে জন্য খবরের কাগজ, টুইটার বা অন্য কোনও সোশ্যাল মিডিয়া সাইট থেকে দূরে থাকেন। এশিয়া কাপে নায়ক হয়ে উঠতে পারলে হয়তো এই অভ্যাসটা বদলে যাবে ইমাম উল হকের।


আরো সংবাদ



premium cement
ফরিদপুর সদরে সামচুল, মধুখালীতে মুরাদ ও চরভদ্রাসনে আনোয়ার বিজয়ী বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলার ডুবি : ২৬ জেলেকে জীবিত উদ্ধার গ্রাহকের অজান্তে টাকা কেটে নিলে কঠোর ব্যবস্থা : পলক যেসব পরামর্শ দিয়ে বাংলাদেশকে ১.১৫ বিলিয়ন ডলার ঋণ দিলো আইএমএফ পিরোজপুরের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন যারা গাজীপুরে কলেজছাত্র খুনের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ২ এভারকেয়ার হসপিটাল ঢাকায় ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে পালিত সম্ভাব্য নিষেধাজ্ঞা ঠেকাতে মার্কিন সরকারের বিরুদ্ধে টিকটকের মামলা ফোনে লাদেনের ছবি, আইএসআইএসের পতাকা থাকা মানেই উগ্রবাদী নয় : দিল্লির হাইকোর্ট কুমিল্লার ৩ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল গ্রেফতার

সকল