০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ভারত থেকে করোনা ‘নেগেটিভ’ সনদ নিয়ে দেশে ফিরে ‘পজেটিভ’

হিলি চেকপোস্ট - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে করোনার ‘নেগেটিভ’ সনদ নিয়ে দেশে ফেরা নয়ন কুমার (৩৪) নামের এক পাসপোর্ট যাত্রী করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বর্তমানে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার আগে ওই ব্যক্তি ভারতে চিকিৎসা শেষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার চকদেউলা গ্রামের ভবানি চরণ মণ্ডলের ছেলে।

কিছুদিন আগে মেডিক্যাল ভিসায় যশোহরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন।

এ নিয়ে গত এক সপ্তাহে ভারত থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরাদের মধ্যে দু’জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হলো।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শ্যামল কুমার দাস জানান, ‘শুক্রবার সন্ধ্যার আগে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে দেশে ফেরেন। এ সময় ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত মেডিক্যাল টিম কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা ও করোনা পরীক্ষার জন্য র‍্যাপিড টেস্ট করা হলে নয়ন কুমার নামের একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।’


আরো সংবাদ



premium cement
তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত পূর্ব ভূমধ্যসাগর ‘শত্রুমুক্ত’ করা ইরানের মূল মিশন অংশীদারিত্ব সংলাপ আয়োজনে বৈঠক করেছে বাংলাদেশ-জিসিসি চীন ও পশ্চিমের মধ্যে বৈরিতা শুরু যে বোমা হামলার মধ্য দিয়ে সীতাকুণ্ডে ক্ষেতেই নষ্ট হচ্ছে টমেটো শেরপুরে জানাজা থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ৩ ভিসা জটিলতায় আমির, তাকে রেখেই চলে গেল পাকিস্তান দল চট্টগ্রামে এনআই মামলায় উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি বাহামার আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনায় ইউএনও আহত

সকল