৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


রোবোটিক্স দুনিয়ায় সক্রিয় হচ্ছে অ্যাপল

-

অ্যাপলের রোবোটিক্স প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এরই মধ্যে কোম্পানি একটি মোবাইল রোবট নিয়ে কাজ শুরু করেছে, যা বাড়ির ভেতরে ব্যবহারকারীদের অনুসরণ করতে পারবে। অন্যদিকে একটি টেবিলটপ রোবোটিক ডিভাইসও তৈরি করেছে অ্যাপল, যা নিজের প্রয়োজন মতো ডিসপ্লে সরিয়ে নিতে পারবে। অর্থাৎ এক জায়গায় স্থির থাকার পরিবর্তে রোবোটিক সিস্টেম প্রয়োজন অনুসারে স্ক্রিনের অবস্থান ও ওরিয়েন্টেশন পরিবর্তন করতে পারবে। এটি ব্যবহারকারীদের ভিডিওকলের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে বলে মনে করেছেন প্রযুক্তিবিশারদরা।

টেবিলটপ রোবট নিজেও চলতে সক্ষম বলে দাবি করছে অ্যাপল। কারণ এতে নেভিগেশনের জন্য অ্যালগরিদম ব্যবহার করেছে অ্যাপল। প্রতিবেদন অনুসারে, অ্যাপলের হোম ডিভাইস গ্রুপটি মোবাইল টেবিলটপ রোবটের বিকাশ ও উন্নয়নের দায়িত্বে রয়েছে। প্রযুক্তিবিশ্লেষকদের মতে, রোবট এখনো স্মার্টফোনের মতো দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছুতে পরিণত হয়নি। তাই অ্যাপল সংশ্লিষ্টরা অতিরিক্ত অর্থ ব্যয়ে হোম রোবট কেনার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বর্তমানে অ্যাপল তার নতুন মিক্সড রিয়্যালিটি হেডসেট ভিশন প্রো জনপ্রিয় করতে বেশি কাজ করছে। এর পাশাপাশি সাধারণ বাড়ির জন্য আইপ্যাডের মতো একটি ডিসপ্লেসহ হোম হাব ডিভাইস তৈরির কাজ চলছে বলে জানিয়েছে কুপারটিনোর এ প্রযুক্তি জায়ান্ট। ভবিষ্যতে হোম রোবট নিয়ে আগ্রহ কম থাকলে অ্যাপল হয়তো তাদের এ প্রকল্পও বন্ধ করে দিতে পারে।

 


আরো সংবাদ



premium cement

সকল