২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


দেশের তথ্যপ্রযুক্তি খাতের পথিকৃৎ এসএম কামালকে নিয়ে বই

-

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত যাদের হাত ধরে আজ প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মধ্যে এস এম কামাল অন্যতম। দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রথম সভাপতি ছিলেন তিনি। পেশাগত জীবনে এসএম কামাল বেক্সিমকো কম্পিউটার্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম এ পথিকৃৎকে নিয়ে বই লিখেছেন জনপ্রিয় লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। ‘তথ্যপ্রযুক্তির নায়ক এস এম কামাল’ শিরোনামের বইটিতে এসএম কামালের জানা-অজানা নানা তথ্য তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশ করেছে স্বপ্ন ৭১ প্রকাশন। ‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজের প্রথম বই হিসেবে বইমেলায় পাওয়া যাচ্ছে বইটি।
বইটির লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘এসএম কামালের মতো মানুষদের হাত ধরে একটু একটু করে তৈরি হয়েছে আজকের ডিজিটাল বাংলাদেশ। দেশের তথ্যপ্রযুক্তি খাত প্রতিষ্ঠিত করতে আরো অনেক ব্যক্তির অবদান রয়েছে। কিন্তু তাদের অবদানের কথা ধীরে ধীরে বিস্মৃত হয়ে যাচ্ছে। আর তাই দেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা ১০ ব্যক্তিকে নিয়ে ‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজ প্রকাশ করা হবে। বইগুলো পড়ে তরুণ প্রজন্ম জানতে পারবে, কীভাবে দেশের তথ্যপ্রযুক্তি খাত এতদূর এগিয়েছে, কীভাবে আমরা পেয়েছি আজকের ডিজিটাল বাংলাদেশ। এই সিরিজ হবে তথ্যপ্রযুক্তি খাতের একটি ঐতিহাসিক দলিল।’
বইটির দাম ২৫০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী। বইমেলার পাশাপাশি প্রথমা ডটকম থেকে কেনা যাবে বইটি।


আরো সংবাদ



premium cement