২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মেসেজ সম্পাদনা করার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ

-

হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম ও সিগন্যালের পর নিজেদের প্ল্যাটফর্মেও ব্যবহারকারীদের মেসেজ সম্পাদনার সুযোগ দিচ্ছে। হোয়াইটঅ্যাপ পাঠানো বার্তা ১৫ মিনিট পর্যন্ত সম্পাদনার সুযোগ থাকবে। ইনস্ট্যান্ট-মেসেজিং পরিষেবাটি মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটার অংশ। যার জনপ্রিয় দুটো উইন্ডো ফেসবুক ও ইনস্টাগ্রাম। আগামী সপ্তাহে সারা বিশ্বের ২০০ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি উপভোগ করতে পারবে।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়, ভুল বানান সংশোধন থেকে অতিরিক্ত শব্দ যোগের সুবিধা দিয়ে চ্যাটের ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতে সংস্থাটি আগ্রহী।
এই সেবা পেতে আপনার পাঠানো মেসেজ দীর্ঘক্ষণ চেপে ধরতে হবে। এরপর মেন্যু থেকে ‘এডিট’ নির্বাচন করে সম্পাদনা করা যাবে। যা ১৫ মিনিট সময়ের মধ্যে দেখা যাবে। ওই মেসেজকে ‘সম্পাদিত’ হিসেবে ট্যাগ করা হবে। যার মাধ্যমে বিষয়বস্তু বা বার্তা পরিবর্তন সম্পর্কে সচেতন হতে পারবেন প্রাপক। যদিও ফেসবুক পোস্টের ক্ষেত্রে এডিট অপশনটি এক দশকের বেশি সময়জুড়ে চালু রয়েছে। যেখানে সম্পাদনার ইতিহাসও সহজেই দেখা যায়। হোয়াটসঅ্যাপ ছাড়াও যারা অর্থের বিনিময়ে অ্যাকাউন্ট পরিচালনা করেন, তারা ৩০ মিনিটের মধ্যে টুইট সম্পাদনার সুযোগ পাচ্ছেন।


আরো সংবাদ



premium cement